অ্যাকসেসিবিলিটি লিংক

আইন মেনেই পুলিশ বিএনপির ৫৩ সদস্যকে গ্রেপ্তার করেছে: আইজিপি


সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার, ২৫ মার্চ, ২০২৩।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার, ২৫ মার্চ, ২০২৩।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, “পুলিশ দেশের আইন অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।” সম্প্রতি বিনা পরোয়ানায় সন্ত্রাসবিরোধী আইনে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তা বৈধ কিনা; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি শনিবার (২৫ মার্চ) এ কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, “পুলিশ বাংলাদেশের আইন অনুযায়ী সবকিছু করছে।” বনানীতে বিএনপি কর্মীরা কী ধরনের সন্ত্রাসী কাজ করেছে জানতে চাইলে আইজিপি বলেন, “মামলার এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দেখলেই বুঝতে পারবেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।”

বিরোধী দলকে হয়রানি ও বাধা দিতেই এই গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, “এমন কিছু নয়, মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে।”

উল্লেখ্য, গত ১৯ মার্চ রাতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় বিএনপির ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পুলিশ জানায়, গ্রেপ্তার বিএনপি সদস্যরা বনানী ক্লাবে বসে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলো। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ ৫৩ জনের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও র‌্যাব

গত বছরের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয়। এই কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের বর্তমান আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজীর আহমেদ এবং র‍্যাব ৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। এতে বলা হয়েছে যে, তারা আইনের শাসন, মানবাধিকারের মর্যাদা ও মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষুণ্ন করে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। র‍্যাব হচ্ছে ২০০৪ সালে গঠিত একটি সম্মিলিত টাস্ক ফোর্স। তাদের কাজের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের কর্মকান্ড সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং সরকারের নির্দেশে তদন্ত পরিচালনা করা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এনজিওদের অভিযোগ হচ্ছে যে, র‍্যাব ও বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা, ২০০৯ সাল থেকে ৬০০ ব্যক্তির গুম হয়ে যাওয়া এবং ২০১৮ সাল থেকে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সব ঘটনার শিকার হচ্ছে বিরোধী দলের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

XS
SM
MD
LG