অ্যাকসেসিবিলিটি লিংক

পর্তুগালে মুসলিম সেন্টারে ছুরিকাঘাতে নিহত ২, আহত কয়েক জন


পর্তুগালের লিসবনে একটি ইসমাইলি মুসলিম সেন্টারের বাইরে লোকজন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে; ২৮ মার্চ ২০২৩।
পর্তুগালের লিসবনে একটি ইসমাইলি মুসলিম সেন্টারের বাইরে লোকজন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে; ২৮ মার্চ ২০২৩।

পর্তুগালের রাজধানী লিসবনের একটি ইসমাইলি মুসলিম সেন্টারে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দেশটির পুলিশ।

ইসমাইলি সম্প্রদায়ের নেতা নারজিম আহমেদ পর্তুগিজ টিভি চ্যানেল এসআইসিকে বলেন, ঐ নারীরা কেন্দ্রের পর্তুগিজ কর্মী ছিলেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভোরে ঐ কেন্দ্রে পুলিশ ডাকা হয়। সেখানে তারা “বড় ছুরিওয়ালা” এক সন্দেহভাজনের মুখোমুখি হয়।

পুলিশ তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও সন্দেহভাজন ব্যক্তি তাদের দিকে অগ্রসর হতে থাকে। এরপর তাকে “নিষ্ক্রিয়” করা হয়। তাকে লিসবনের একটি হাসপাতালে নিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরো কয়েকজন আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হলেও, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেছেন, পুলিশ সন্দেহভাজনকে গুলি করেছে। তিনি সংবাদদাতাদের বলেন, এই হামলা ছিলো "একটি অপরাধমূলক কাজ"।

তিনি বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেন, “সবকিছু ইঙ্গিত করে যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।"

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কস্টা বলেন, পুলিশ হামলার তদন্ত করছে। আর হামলার উদ্দেশ্য জানার জন্য এখনো সময় আসেনি।

শিয়া ইমামি ইসমাইলি মুসলিম, সাধারণত ইসমাইলি নামে পরিচিত। তারা ইসলামের শিয়া মতের অন্তর্গত। ইসমাইলি মুসলিমরা বিশ্বের ২৫ টিরও বেশি দেশে বসবাসকারী একটি সাংস্কৃতিক বৈচিত্র্যময় সম্প্রদায়।

পর্তুগালে সাম্প্রতিক দশকগুলিতে কোনো উল্লেখযোগ্য সন্ত্রাসী হামলার রেকর্ড নেই। আর, দেশটিতে ধর্মীয় সহিংসতার কথা একেবারেই শোনা যায় না।

XS
SM
MD
LG