অ্যাকসেসিবিলিটি লিংক

সেনাশাসিত মিয়ানমারে সু চির দল বিলুপ্তির মুখে


মিয়ানমারের ইয়াঙ্গুন নদীতে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টির একজন সমর্থক একটি নৌকা থেকে পতাকা ধরে আছে। ২৮ অক্টোবর, ২০২০। ফাইল ছবি।
মিয়ানমারের ইয়াঙ্গুন নদীতে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টির একজন সমর্থক একটি নৌকা থেকে পতাকা ধরে আছে। ২৮ অক্টোবর, ২০২০। ফাইল ছবি।

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি মঙ্গলবার মধ্যরাতে সেনা নিযুক্ত নির্বাচন কমিশনের দ্বারা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্তির সম্মুখীন হবে বলে অনুমান করা হচ্ছে। কারণ দলটি একটি পরিকল্পিত সাধারণ নির্বাচনের জন্য নিবন্ধন করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এটিকে জাল বলে নিন্দা করেছে।

সমালোচকরা বলছেন, সেনাশাসিত একটি দেশ যেটি মুক্ত গণমাধ্যম বন্ধ করে দিয়েছে এবং সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বেশিরভাগ নেতাকে গ্রেপ্তার করেছে সেই দেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না।

দলটি ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছিল। কিন্তু তিন মাসের কম সময় পরে সেনাবাহিনী তাকে এবং সমস্ত নির্বাচিত আইনপ্রণেতাদেরকে সংসদে ক্ষমতা বুঝে নিতে বাধা দেয়। তার সরকার এবং দলের শীর্ষ সদস্যদেরকে আটক করা হয়।

সামরিক সরকার জানুয়ারি মাসে নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধন আইন প্রণয়ন করেছে। এই আইন বিরোধী দলগুলোর পক্ষে তাদের পছন্দের প্রার্থীদের জন্য গুরুতর একটি চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন করে তোলে।

আইনটি ঘোষণার কয়েকদিন পরেই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এটি প্রত্যাখ্যান করেছে, সেইসাথে বলেছে যে, সেনা-পরিকল্পিত নির্বাচন অবৈধ এবং এটি একটি “ছদ্ম নির্বাচন”।

শনিবার রাষ্ট্রচালিত দৈনিক পত্রিকা মিয়ানমার অ্যালিন জানিয়েছে, মোট ৫২টি রাজনৈতিক দল নতুন আইনের অধীনে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। ১২ জন জাতীয় পর্যায়ে এবং ৪০ জন অঞ্চল ও রাজ্য পর্যায়ে নির্বাচনের জন্য আবেদন করেছে। কমিশন অবশ্যই তাদের আবেদন অনুমোদন করবে।

XS
SM
MD
LG