নতুন অগ্রগতি
- স্পেন এপ্রিল মাসে ইউক্রেনে ৬টি লেপার্ড ট্যাংক পাঠাবে।
- ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্রো কুলেবা ধারাক্রম অনুযায়ী এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে রাশিয়ার থাকাটাকে “একটি বাজে রসিকতা” বলে অভিহিত করেছেন। কুলেবা টুইট করেছেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার সভাপতিত্বে” বিশ্ব “নিরাপদ জায়গা হতে পারে না”।
- রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বলছে, ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদদাতা ইভান গারশকোভিচকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
নেটোতে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ডের আবেদনের ওপর তুরস্কের পার্লামেন্ট বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোট দেবে।
গত বছর রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে ফিনল্যান্ড এবং তার প্রতিবেশী সুইডেন সামরিক জোট নেটোতে যোগদানের জন্য আবেদন করে। এর মাধ্যমে দেশ দুটি নেটো থেকে দূরে থাকার সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছে।
জুলাই মাসে নেটোর এক শীর্ষ সম্মেলনে তাদের যোগদানের আবেদন অনুমোদিত হওয়ার পর থেকে নেটো সদস্য রাষ্ট্রগুলো ফিনল্যান্ড ও সুইডেনের জন্য চূড়ান্ত অনুমোদন দিতে তাদের নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।
সোমবার হাঙ্গেরি ফিনল্যান্ডকে অনুমোদন দিয়েছে। এখন শুধুমাত্র তুরস্ক অনুমোদন দিলেই দেশ দুটির আবেদন সর্বসম্মতভাবে গৃহীত হবে।
তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছিল যে, তারা যেসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, ফিনল্যান্ড ও সুইেডন সেসব গোষ্ঠীর প্রতি নমনীয়। তাই দেশ দুটি তাদের আবেদন প্রক্রিয়ার গতি মন্থর করেছিল। তিন দেশের প্রতিনিধিরা তাদের সমস্যাগুলো সমাধানের জন্য এই মাসের শুরুতে বৈঠক করেছিলেন। তবে তুরস্ক এখনো ইঙ্গিত দেয়নি যে, তারা শেষ পর্যন্ত সুইডেনের আবেদনকে সমর্থন করবে।
সুইডেন ও নেটো নেতারা বলেছেন, সুইডেন তুরস্কের উদ্বেগ কাটিয়ে উঠতে ধারাবাহিক সংস্কার করেছে। নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বারবার বলেছেন, তিনি আশা করেন ফিনল্যান্ড ও সুইডেন উভয়ই নেটো সদস্য হবে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।