অ্যাকসেসিবিলিটি লিংক

বুচা মুক্তি দিবসের বিষন্ন বার্ষিকী এবং ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা


ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ধ্বংসস্তূপ পরিস্কার করছেন ইউক্রেন স্টেট ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা; ৩১ মার্চ, ২০২৩।
ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ধ্বংসস্তূপ পরিস্কার করছেন ইউক্রেন স্টেট ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা; ৩১ মার্চ, ২০২৩।

রাশিয়া শুক্রবার ইউক্রেনের নতুন কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করতে দূরপাল্লার অস্ত্রসম্ভার ব্যবহার করেছে। এ ঘটনায় অন্তত দুই জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয়দের ঘরবাড়ি। রুশদের এ হামলা হয়েছে, যখন ইউক্রেনীয়রা ক্রেমলিন বাহিনীর নৃশংস দখলদারিত্ব থেকে বুচা শহর মুক্ত করার বার্ষিকী উদযাপন করছিলো।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, ২০২২ সালের ফেব্রেুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে,তারা যে নৃশংসতা করেছে; কিয়েভের কাছে অবস্থিত বুচা শহরটি রুশ নৃশংসতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

ক্রেমলিনের বাহিনী ইউক্রেন আক্রমণ করার কয়েক সপ্তাহ পর বুচা দখল করে এবং প্রায় এক মাস সেখানে অবস্থান করে। ইউক্রেনের সৈন্যরা যখন শহরটি আবার তাদের দখলে নেয়, তখন তারা ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। ঐ সময় তারা সড়কে বা বাড়ির আঙিনায় পড়ে থাকা নারীদের মরদেহ, বেসামরিক পোষাক পরা যুবক এবং বয়স্কদের মৃতদেহ দেখতে পায়

জেলেন্সকি বলেন, ইউক্রেনের কর্তৃপক্ষ গুলোর করা তালিকা অনুযায়ী সেখাসে ১ হাজার ৪ শ’ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ৩৭ জন শিশু।

জেলেন্সকির মতে, গণকবর এবং কথিত নির্যাতন-কক্ষ থেকে ১৭৫ জনের বেশি মানুষের মরদেহ পাওয়া গেছে। ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, তার কার্যালয় রাশিয়ায় আগ্রাসনের পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত ৮ হাজার ৪শ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টি যাচাই করতে পেরেছে। এই সংখ্যা প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম বলে ধারণা করা হচ্ছে।

নয়টি রুশ ক্ষেপণাস্ত্র খারকিভে আঘাত হেনেছে। এর ফলে আবাসিক ভবন, সড়ক , গ্যাস স্টেশন এবং একটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়। রুশরা খারকিভ অঞ্চলে আক্রমণ করার জন্য বিস্ফোরক ড্রোনও ব্যবহার করে।


XS
SM
MD
LG