অ্যাকসেসিবিলিটি লিংক

অভিযোগ গঠনের পর মঙ্গলবার রাতে মন্তব্য করবেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রার্থিতা ঘোষণার পর টেক্সাসের ওয়াকোতে প্রথম প্রচার সমাবেশে বক্তব্য দিচ্ছেন; (ফাইল ছবি), ২৫ মার্চ ২০২৩।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রার্থিতা ঘোষণার পর টেক্সাসের ওয়াকোতে প্রথম প্রচার সমাবেশে বক্তব্য দিচ্ছেন; (ফাইল ছবি), ২৫ মার্চ ২০২৩।

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, গোপন অর্থ প্রদানের বিষয়ে নিউইয়র্কে অভিযোগ গঠন হওয়ার পর, মঙ্গলবার রাতে ফ্লোরিডায় এ বিষয়ে তিনি তার বক্তব্য রাখবেন। রবিবার তার প্রচার শিবির থেকে এ ঘোষণা দেয়া হয়।

ম্যানহাটন থেকে ফিরে, ট্রাম্প তার মার-আ-লাগো ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ম্যানহাটন আদালতে তিনি স্বেচ্ছায় উপস্থিত হবেন। আর, ফ্লোরিডায় তিনি সমর্থকদের সাথে যোগ দেবেন। কেননা, তিনি এখন এমন একটি ভাবমূর্তি প্রদর্শন করতে চাইছেন, যাতে থাকবে শক্তি ও অভিযোগ অবজ্ঞার প্রতিফলন। আর, তিনি এই অভিযোগকে রাজনৈতিক সম্পদে পরিণত করতে চান, যাতে ২০২৪ সালের নির্বাচনী প্রচারে তা গতি আনতে পারে।

গত সপ্তাহে ম্যানহাটনের গ্র্যান্ড জুরির অভিযোগ নামায় ট্রাম্প-এর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মিথ্যা ব্যবসায়িক রেকর্ড বানানোসহ একাধিক অভিযোগ। আর, এর মধ্যে অন্তত একটি রয়েছে শাস্তিযোগ্য অপরাধ। এর সঙ্গে যুক্ত দুই ব্যক্তি এপি-কে এ বিষেয়ে জানিয়েছেন।

ট্রাম্প কোনোপ্রকার অন্যায়ের কথা অস্বীকার করেছেন এবং এই তদন্তকে তার প্রার্থিতাকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বছরব্যাপী চলা “উইচ হান্ট” এর অংশ বলে অভিহিত করেছে। ইতোমধ্যেই ট্রাম্পের প্রচারণা শিবির বলছে, অভিযুক্ত হওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকে তারা ৫০ লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে এবং ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক তালিকাভুক্ত করেছে।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, “ প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকদের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে সকল শ্রেণীর আমেরিকান বীতশ্রদ্ধ; এটা তার একটা প্রধান প্রমান।”

বৃহস্পতিবার ট্রাম্পকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় এক পর্ণো অভিনেত্রীকে গোপনে অর্থ প্রদানের জন্য গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। গ্র্যান্ড জুরি অভিযোগ করেন যে, ট্রাম্প ঐ নির্বাচনের বছরখানেক আগে, তার সাথে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

XS
SM
MD
LG