অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্কে ফৌজদারি মামলার অভিযোগ গঠন প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত ট্রাম্প


নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এসে পৌঁছান সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; ৩ এপ্রিল, ২০২৩।
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এসে পৌঁছান সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; ৩ এপ্রিল, ২০২৩।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আদালতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে উত্থাপিত ফৌজদারি অভিযোগ গঠন প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য আত্মসমর্পণ করবেন বলে আশা করা হচ্ছে। এটাই হবে যুক্তরাষ্ট্রের কোনো বর্তমান বা সাবেক নেতার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের প্রথম উদাহারণ।

ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তিনি আদালতে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে দোষী নন বলে আবেদন জানাবেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার কিছুদিন আগে এক পর্ণ তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। যাতে তার সঙ্গে প্রায় ১ দশক আগের অভিসারের ঘটনার বিষয়ে পর্ণ তারকা মুখ বন্ধ রাখেন। ট্রাম্প এই অভিযোগ দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছেন।

সাবেক প্রেসিডেন্ট সোমবার তার ফ্লোরিডার বাসস্থান থেকে নিউইয়র্কে এসে পৌঁছান।

ট্রাম্পের আইনজীবীরা মঙ্গলবার আদালত কক্ষে ক্যামেরা ব্যবহারের বিরুদ্ধে যুক্তি দিয়েছেন। সোমবার আদালতকে পাঠানো এক চিঠিতে তারা জানান, এ ধরনের সম্প্রচার “এই মামলাকে ঘিরে ইতোমধ্যে তৈরি হওয়া সার্কাসের মতো পরিবেশকে আরো বাড়িয়ে তুলবে”।

এই অভিযোগ গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত কর্মকর্তারা জানান, গত সপ্তাহে একটি গ্র্যান্ড জুরি ৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ৩০টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনেন।অভিযোগের বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বিচারপতি হুয়ান মানুয়েল মেরচানের সামনে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হলে, সেগুলো জনসম্মুখে আসবে।

ট্রাম্পকে আদালতে হাজির করার সময় অন্যান্য ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মতো তার আঙ্গুলের ছাপ ও এক পাশ থেকে ছবি নেয়া হবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু তিনি একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে হাতকড়া পরানো বা ফটোগ্রাফারদের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ট্রাম্প টাওয়ার ও আদালত ভবনের আশেপাশে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সিক্রেট সার্ভিস-এর নিরাপত্তাকর্মীরা ইতোমধ্যেই ট্রাম্প কোন পথে, কীভাবে আদালত ভবনে প্রবেশ করে মেরচানের এজলাসে যাবেন, তা নির্ধারণ করে রেখেছেন। হোয়াইট হাউজ নিরাপত্তার ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে, তবে তারা জানিয়েছে, যাই ঘটুক না কেনো, সরকার সে জন্য “সদা প্রস্তুত” থাকবে।

XS
SM
MD
LG