অ্যাকসেসিবিলিটি লিংক

১৯৭০ দশকের পর প্রথম চাঁদে মিশন, আন্তর্জাতিক অভিযাত্রী দল ঘোষণা করেছে নাসা


মহাকাশচারী (বাম থেকে) রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যানসেন এবং ক্রিস্টিনা কোচ চাঁদে আর্টেমিস টু মহাকাশ মিশনের অভিযাত্রী দলের সদস্য হিসেবে টেক্সাসের হিউস্টনে নাসার এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন; ৩ এপ্রিল, ২০২৩।
মহাকাশচারী (বাম থেকে) রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যানসেন এবং ক্রিস্টিনা কোচ চাঁদে আর্টেমিস টু মহাকাশ মিশনের অভিযাত্রী দলের সদস্য হিসেবে টেক্সাসের হিউস্টনে নাসার এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন; ৩ এপ্রিল, ২০২৩।

টেক্সাসে জনসন স্পেস সেন্টারের এলিংটন মাঠে বর্তমান মহাকাশচারী কোর এবং সেইসাথে অ্যাপোলো ও স্পেস শাটল প্রোগ্রামের সাবেক অভিযাত্রীদের সামনে দাঁড়িয়ে নাসা প্রশাসক বিল নেলসন বলেন, “মহাকাশচারীদের চাঁদে যাওয়ার অর্ধ শতাব্দীর বেশি সময় পার হয়ে গেছে; আর, এটি এখন বদলে যাচ্ছে।” আর্টেমিস-টু এর অভিযাত্রী হিসেবে, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, রিড উইজম্যান এবং জেরেমি হ্যানসেন-এর নাম ঘোষণার ঐতিহাসিক ক্ষণে তারা সমবেত হন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রবীণ মহাকাশচারী রিড উইজম্যান আর্টেমিস টু-এর মিশন কমান্ডার। অন্যদিকে, ইঞ্জিনিয়ার ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান জেরেমি হ্যানসেন মিশন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। হ্যানসেন হলেন প্রথম আন্তর্জাতিক মহাকাশচারী, যিনি চাঁদে একটি মিশনে অংশ নেবেন, অন্যদিকে কোচ এমন অভিযাত্রায় অংশ নেয়া প্রথম নারী হিসেবে ইতিহাস গড়বেন।

গত বছর অভিযাত্রীহীন আর্টেমিস-ওয়ান মিশনের পর ভয়েস অফ আমেরিকার সাথে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বৈমানিক ভিক্টর গ্লোভার বলেন, তিনি চাঁদের মিশনে নিযুক্ত প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি হওয়ার সুযোগটি গ্রহণ করেছেন।

নাসা অনুষ্ঠানের শেষে তার অভিযাত্রী দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, মহাকাশচারী রিড ওয়াইজম্যান তার সংস্থার মহাকাশে কার্যক্রম সম্প্রসারনের বিষয়ে দৃঢ় সংকল্প প্রকাশ করেন; যদিও সংস্থাটি মিশন পরিচালনায় বার বার বিলম্ব করছে এবং এর কারণে খরচ বাড়ছে।

নাসা আশা করছে, ২০২৪ সালের নভেম্বরের প্রথম দিকে আর্টেমিস-টু মিশন শুরু করা যাবে। আর চাঁদে অভিযান শেষে ২০২৫ সালের প্রথম দিকে ফিরে আসবে।

XS
SM
MD
LG