অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে বেসামরিক নাগরিকের নিশ্চিত মৃত্যু সংখ্যা আট হাজার পাঁ চশ’:জাতিসংঘ


ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে পৌঁছানোর পর, চিকিৎসা কর্মীরা একজন আহত বেসামরিক রোগীকে ট্রেন থেকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করে; (ফাইল ফটো), ২২ শে মার্চ ২০২৩।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে পৌঁছানোর পর, চিকিৎসা কর্মীরা একজন আহত বেসামরিক রোগীকে ট্রেন থেকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করে; (ফাইল ফটো), ২২ শে মার্চ ২০২৩।

ইউক্রেন ও রাশিয়া শত শত যুদ্ধবন্দী বিনিময় করেছে। উভয় দেশ থেকে মুক্তি পাওয়া কিছু সৈন্যের অবস্থা খারাপ বলে জানা গেছে । তাদের চিকিত্সা এবং যত্নের প্রয়োজন হবে বলে জানানো হয়।

বেলারুশ মস্কোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।রুশ সৈন্যদের একটি দল বেলারুশে অবস্থান করছে।দেশটির প্রেসিডেন্ট রাশিয়ার কাছে এই আশ্বাস চান যে আক্রান্ত হলে বেলারুশকে রক্ষা করবে রাশিয়া।

রুশ কর্মকর্তাদের দাবি, বাখমুতের ৭৫ শতাংশ এলাকায় তারা নিয়ন্ত্রণে নিয়েছে। অবরুদ্ধ শহরটিতে চলমান লড়াই ১৩ মাস ধরে চলা যুদ্ধের মধ্যে অন্যতম রক্তক্ষয়ী লড়াই।

জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের নিশ্চিত মৃত্যু-সংখ্যা ৮,৫০০ এর কাছাকাছি পৌঁছেছে। বাস্তব সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঐ মৃত্যু-সংখ্যার বাইরে,১৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

“ওএইচসিএইচআর বিশ্বাস করে যে, প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেক বেশি। কারণ কিছু স্থানে সংঘাত অব্যাহত থাকায়, সে সব স্থান থেকে তথ্য পেতে দেরি হয়েছে।এবং অনেক প্রতিবেদন এখনো প্রমাণের অপেক্ষায় রয়েছে। সংস্থাটি বলছে, উদাহরণ হিসেবে মারিউপোল (দোনেতস্ক অঞ্চল) লিসিচানস্ক, পোপাসনা, সিয়েভিরোডতেস্ক (লুহানস্ক অঞ্চল) এর কথা উল্লেখ করা যায়। ঐ সব অঞ্চলে বহু সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, এপ্রিলের প্রথম নয় দিনে ৪৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই “ব্যাপক এলাকায় প্রভাব ফেলতে সক্ষম বিস্ফোরক অস্ত্র” ব্যবহারের কারণে নিহত হয়েছেন।

কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন সর্বসাম্প্রতিক বন্দী বিনিময়কালে ২০০ জনেরও বেশি সৈন্যকে বিনিময় করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের ১০৬ জন সৈন্যকে ইউক্রেনের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক বলেছেন, রাশিয়া ১০০ জন ইউক্রেনীয় বন্দীকে মুক্তি দিয়েছে।

যুদ্ধবন্দীদের চিকিৎসার জন্য ইউক্রেনের সমন্বয় সদর দফতর অভিযোগ করেছে যে দেশে ফিরে আসা ৮০ জন পুরুষ এবং ২০ জন নারী সৈন্যের প্রায় অর্ধেক "গুরুতরভাবে আহত , অসুস্থ অথবা তাদের নির্যাতন করা হয়েছে"। তবে,এই দাবির পক্ষে তারা কেনো প্রমাণ দেয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মুক্তি পাওয়া রুশ নাগরিকদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সামরিক পরিবহন বিমানে করে মস্কোতে নেয়া হচ্ছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে এসেছে।

XS
SM
MD
LG