বৃহস্পতিবার একজন শীর্ষ কূটনীতিক বলেছেন, আদালত রায় দেয়ার পর রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক, কারাবন্দি ইভান গারশকোভিচের সম্ভাব্য বন্দী বিনিময় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হতে পারে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন,সম্ভাব্য বিনিময়ের বিষয়ে আলোচনা একটি সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে হতে পারে যা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রর নিরাপত্তা সংস্থাগুলো এই ধরনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিল।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, মস্কো শুধুমাত্র গেরশকোভিচের (৩১) বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলায় আদালত রায় দেয়ার পরেই সম্ভাব্য বন্দী বিনিময় নিয়ে আলোচনা করবে।
ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি গারশকোভিচকে একটি রুশ অস্ত্র কারখানা সম্পর্কে গোপন তথ্য পাওয়ার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের সরকার এবং ওয়াল স্ট্রিট জার্নাল উভয়ই গারশকোভিচকে গুপ্তচর বলে রাশিয়ার যে অভিযোগ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
"মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন গ্রেশকোভিচের বাবা-মায়ের সাথে কথা বলেছেন এবং সাংবাদিকের আটকের পুনরায় নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, “আমরা এটি স্পষ্ট করে দিচ্ছি যে, যা ঘটছে তা সম্পূর্ণ বেআইনি, এবং আমরা তা ঘোষণা করেছি।”
যুক্তরাষ্ট্র গেরশকোভিচকে যুক্তরাষ্ট্রের কনস্যুলারের অ্যাক্সেস দেয়ার জন্য রুশ কর্তৃপক্ষকে চাপ দিয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কো “কনস্যুলার প্রথা এবং রাশিয়ার আইনের সাথে সামঞ্জস্য রেখে যথাসময়ে এটি প্রদান করবে।”