যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে তার সফর শুক্রবারও অব্যাহত রেখেছেন। বাইডেন আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে তার পূর্বপুরুষদের আবাস বালিনায় বক্তব্য দিয়ে তার সফর শেষ করবেন।
প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার ডাবলিনের হাউজ অফ দ্য ওরিচটাসে বক্তব্য দেন। জন এফ কেনেডি, রোনাল্ড রিগান এবং বিল ক্লিনটনের পর, আয়ারল্যাণ্ডের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেয়া তিনি আমেরিকার চতুর্থ নেতা।
বাইডেন তার আইরিশ উত্তরাধিকারের স্মৃতিচারণ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার সময় থেকে আয়ারল্যান্ডের সাথে শুরু হওয়া সম্পর্ককে স্থায়ী রূপ দেয়ার ওপর দৃষ্টিপাত করেন।
রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করার বিষয়ে আয়ারল্যান্ডের সমর্থনের কথা তুলে ধরেন তিনি। বাইডেন উল্লেখ করেন, কীভাবে দেশটি যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে অংশীদারদের সাথে গর্বভরে দাঁড়িয়েছে।
আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ, তবে নেটোর সদস্য নয়। তারা সামরিকভাবে নিরপেক্ষ কিন্তু রাশিয়ার আক্রমণের পর, প্রায় ৮০ হাজার ইউক্রেনীয় শরণার্থীকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা প্রদান করে।
.আইনপ্রণেতাদের কাছ থেকে বাইডেন আনন্দময় করতাল পেয়েছেন।
আর এটা অবাক হওয়ার বিষয় নয় যে বাইডেনের ভাষণ গুরুত্বের সঙ্গে গৃহিত হয়েছে।
উইলফ্রেড মার্টেনস সেন্টার ফর ইউরোপিয়ান স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ইয়ন ড্রিয়া ভয়েস অফ আমেরিকাকে বলেন, “ডাবলিনে সাধারণত মনে করা হয়, প্রেসিডেন্ট বাইডেন তার আইরিশ শিকড়ের জন্য খুব গর্বিত। আর এটি এমন একটা কিছু যা বাস্তবে আয়ারল্যান্ডের অনেক মানুষকেও গর্বিত করে।”