অ্যাকসেসিবিলিটি লিংক

“একান্ত নিজের” স্মৃতিকথা লিখছেন মালালা ইউসুফজাই


ওয়াশিংটনের ডিএআর কন্সটিটিউশন হলে হিস্টোরিটক টকস’এ যোগ দেন মালালা ইউসুফজাই ; (ফাইল ফটো) ২৪ সেপ্টেম্বর ২০২২।
ওয়াশিংটনের ডিএআর কন্সটিটিউশন হলে হিস্টোরিটক টকস’এ যোগ দেন মালালা ইউসুফজাই ; (ফাইল ফটো) ২৪ সেপ্টেম্বর ২০২২।

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই নতুন একটি স্মৃতিকথা লিখছেন। পাকিস্তানের তরুণ এই সক্রিয় কর্মীর এটি সর্বসাম্প্রতিক বই। মেয়েদের শিক্ষার পক্ষে কাজ করার জন্য এবং তালিবানের হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার কারণে তার কিশোর বয়স থেকে তিনি পরিচিত।

সাইমন অ্যান্ড শুস্টারের মুদ্রিত অ্যাট্রিয়া বুকস সোমবার এই স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেয়। এখনো বাইটির নাম ঠিক করা হয়নি এবং প্রকাশের কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।

ইউসুফজাইয়ের আগের কাজগুলোর মধ্যে রয়েছে “আই অ্যম মালালাঃ দ্য স্টোরি অফ দ্য গার্ল হু স্ট্যান্ড আপ ফর এডুকেশন এন্ড ওয়াজ শট বাই দ্য তালিবান”। ১৭ বছর বয়সে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার এক বছর আগে ২০১৩ সালে প্রকাশিত এই বইয়ের লাখ লাখ কপি বিক্রি হয়েছে। । তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার আসের মালিককে বিয়ে করেন।

অ্যাট্রিয়া নতুন বইটিকে “পুনরুদ্ধার এবং পরিচয় অনুসন্ধানের একটি শ্বাসরুদ্ধকর গল্প, মানুষের দৃষ্টির সামনে তার বেড়ে ওঠার একটি অকপট অন্বেষণ এবং তার বর্তমান জীবনের প্রতি অন্তরঙ্গ দৃষ্টিপাত” বলে অভিহিত করছে। তরুণ পাঠকদের জন্য এবং সচিত্র সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানায় অ্যাট্রিয়া।

ইউসুফজাইকে আক্রমণের লক্ষ্যে পরিণত করেছিঁলো তালিবান। কারণ তিনি এই গোষ্ঠীর ইসলামের পশ্চাদপদ ব্যাখ্যার প্রতি ক্রমাগত আপত্তি জানাচ্ছিলেন ; যে ব্যাখ্যা মেয়েদের শিক্ষার সুযোগকে সীমিত করে। পাকিস্তানের সোয়াত উপত্যকায়, ২০১২ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে, তাকে গুলি করা হয়।

টিটিপি বা পাকিস্তানি তালিবান গোষ্ঠী আফগান তালিবানের থেকে আলাদা; কিন্ত ঘনিষ্ঠ মিত্র। ২০২১ সালের আগস্টে তালিবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে, টিটিপি-কে সাহসী করে তোলে। আফগান তালিবান এবং টিটিপির মতাদর্শ অভিন্ন।


XS
SM
MD
LG