অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেন আশা করছে তুরস্ক মে-এর নির্বাচনের পর নেটো সদস্যপদ অনুমোদন করবে


তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর ব্রাসেলসে নেটো সদর দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রীদের ফর্ম্যাটে উত্তর আটলান্টিক কাউন্সিলের একটি বৈঠকের সময় সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পিটার হাল্টকভিস্টের সাথে কথা বলছেন। ১৩ অক্টোবর, ২০২২। ফাইল ছবি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর ব্রাসেলসে নেটো সদর দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রীদের ফর্ম্যাটে উত্তর আটলান্টিক কাউন্সিলের একটি বৈঠকের সময় সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পিটার হাল্টকভিস্টের সাথে কথা বলছেন। ১৩ অক্টোবর, ২০২২। ফাইল ছবি।

তুরস্ক এবং হাঙ্গেরি নেটো সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের আবেদনকে অবরুদ্ধ করে চলেছে। সুইডিশ সরকার ১৪ মে তুরস্কের নির্বাচনের পর উভয় দেশের দ্বারা দ্রুত অনুমোদনের আশা করছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কয়েক সপ্তাহ পরে সুইডেন এবং ফিনল্যান্ড নেটোতে যোগদানের জন্য একটি যৌথ আবেদন করেছিল।

তুরস্ক ও হাঙ্গেরির আইনপ্রণেতারা মার্চ মাসে চূড়ান্ত অনুমোদনের জন্য ভোট দেয়ার পরে জোটটি এই মাসের শুরুর দিকে নেটোর ৩১তম সদস্য রাষ্ট্র হিসেবে ফিনল্যান্ডকে স্বাগত জানায়। সুইডেনের আবেদন এখনো ঐ একই দুই নেটো সদস্য দ্বারা অনুমোদিত

আঙ্কারা সুইডেনের বিরুদ্ধে পিকেকে জঙ্গি গোষ্ঠীর সদস্যসহ কুর্দিপন্থী সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়ার অভিযোগ করেছে। সুইডেন এ অভিযোগ অস্বীকার করেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, তিনি আশা করছেন আগামী মাসে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন একটি প্রভাবক হিসেবে চিহ্নিত হতে পারে।

সুইডেন নতুন একটি সন্ত্রাসবিরোধী আইন প্রবর্তন করতে যাচ্ছে । তারা আশা করছে, এটি তুরস্ককে তাদের নেটো সদস্যপদের আবেদন অনুমোদন করতে রাজি করাবে। ৫ এপ্রিল সাংবাদিকদের সাথে কথা বলার সময় তুরস্কের প্রধানমন্ত্রী মেভলুত কাভুসোগলু একটি পরিমিত প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “অবশ্যই তারা কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু সেগুলো যথেষ্ট নয়। আমরা আগামীতে আরও প্রচেষ্টার আশা করছি।”

নেটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, তিনি আশা করেন যে, লিথুনিয়ায় ১১-১২ জুলাই নির্ধারিত জোটের বার্ষিক সম্মেলনের জন্য সুইডেনের আবেদন যথাসময়ে অনুমোদন করা হবে।

XS
SM
MD
LG