অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে সম্ভাব্য সামরিক সহায়তার ইঙ্গিত দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন


Iদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল রাজধানী সওলে প্রেসিডেন্ট কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়া সময় কথা বলছেন। ১৮ এপ্রিল, ২০২৩।
Iদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল রাজধানী সওলে প্রেসিডেন্ট কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়া সময় কথা বলছেন। ১৮ এপ্রিল, ২০২৩।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল বলেছেন, ইউক্রেন যদি বড় ধরনের বেসামরিক হামলার শিকার হয়, তা হলে দেশটিকে মানবিক ও অর্থনৈতিক সহায়তার বাইরেও সমর্থন দিতে পারে দক্ষিণ কোরিয়া।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউন বলেন, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া যেভাবে আন্তর্জাতিক সহায়তা পেয়েছিল, ঠিক সেভাবেই ইউক্রেনকে রক্ষা ও পুনর্গঠনে কীভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখছে তাঁর সরকার।

তিনি বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে পারে না, যেমন বেসামরিক নাগরিকদের ওপর বড় ধরনের হামলা, গণহত্যা বা যুদ্ধের আইনের গুরুতর লঙ্ঘন, তখন আমাদের পক্ষে কেবল মানবিক বা আর্থিক সহায়তার ওপর জোর দেওয়া কঠিন হতে পারে”।

অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়াই এড়ানোর চেষ্টা করেছে। কারণ সেখানে তাদের কোম্পানিগুলো কাজ করছে এবং উত্তর কোরিয়ার ওপর মস্কোর প্রভাব রয়েছে।

দুই দেশের জোট গঠনের ৭০তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে ওয়াশিংটন যাওয়ার কথা রয়েছে ইউনের।

ইউন বলেন, শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় মিত্রদের প্রচেষ্টার তিনি “বাস্তব ফলাফল” খুঁজবেন। উত্তর কোরিয়া গত সপ্তাহে তার প্রথম কঠিন জ্বালানি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

ইউন বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় সোওল তার নজরদারি ও গোয়েন্দা বিশ্লেষণের সক্ষমতা বাড়াবে এবং “অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র” তৈরি করবে।

জাপানকে নিয়ে নেটোর পারমাণবিক পরিকল্পনা গ্রুপের এশীয় সংস্করণ করবে কি না এমন প্রশ্নের জবাবে ইউন বলেন, তারা তথ্য আদান-প্রদান, যৌথ আপদকালীন পরিকল্পনা এবং পরিকল্পনার যৌথ বাস্তবায়ন জোরদার করার জন্য দ্বিপক্ষীয় পদক্ষেপের দিকে মনোনিবেশ করছেন।

বুধবার, ১৯ এপ্রিল ঢাকায়, গরমের দিনে বুড়িগঙ্গা নদীতে শিশুরা পানিতে খেলছে।

মঙ্গলবার, ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন, ডিসি-তে উচ্চ-মানের সেবা বাড়ানো এবং সেবাদানকারীদের সাহায্য করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

XS
SM
MD
LG