অ্যাকসেসিবিলিটি লিংক

পাপুয়ায় সেনা নিহত হবার অভিযোগ প্রত্যাখ্যান করল ইন্দোনেশিয়া


ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের মিমিকায় এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল ইউডো মার্গোনো গণমাধ্যমের সাথে কথা বলেন। ( ১৮ এপ্রিল, ২০২৩
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের মিমিকায় এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল ইউডো মার্গোনো গণমাধ্যমের সাথে কথা বলেন। ( ১৮ এপ্রিল, ২০২৩

পাপুয়া অঞ্চলে বিদ্রোহীদের হাতে জিম্মি নিউজিল্যান্ডের এক পাইলটকে খুঁজতে গিয়ে এক ডজনেরও বেশি সরকারি সৈন্য হত্যার শিকার হয়েছে বলে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দাবি প্রত্যাখ্যান করেছেন ইন্দোনেশিয়ার সামরিক প্রধান।

পাপুয়া হাইল্যান্ড প্রদেশের পার্বত্য জেলা নাদুগায় ফ্রি পাপুয়া মুভমেন্টের সশস্ত্র শাখা ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির হামলাকারীরা, ৩৬ জন সরকারি সৈন্যের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরপর অ্যাডমিরাল ইউডো মার্গোনো ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সোমবার ওই অঞ্চলে যান।

বিদ্রোহী মুখপাত্র সেবি সাম্বোম সোমবার এক বিবৃতিতে বলেন, তার গ্রুপের যোদ্ধারা ১২ জন সৈন্যের দেহাবশেষ সংরক্ষনে রেখেছে। যাদের মধ্যে নয়জনের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদ্রোহীরা তাদের বক্তব্যের সমর্থনে কোনও প্রমাণ দেয়নি।

মার্গোনো কেবল একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং আরও চার জন সৈন্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন। বাকিরা তাদের পদে ফিরে গেছেন বলে জানান তিনি। আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তাদের পার্শ্ববর্তী মধ্য পাপুয়া প্রদেশের খনি শহর তিমিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিমিকায় এক সংবাদ সম্মেলনে মার্গোনো বলেন, "আমি এখানে আমাদের সৈন্যদের কাছ থেকে সঠিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি এবং নির্ভুলভাবে জানতে এসেছি যাতে আমরা পাইলটের জন্য আমাদের [উদ্ধার] মিশনটি মূল্যায়ন করতে পারি।“

অপহৃত ইন্দোনেশিয়ার বিমান সংস্থা সুসি এয়ারের নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মার্ক মেহেরটেনসকে খুঁজতে যাওয়া একটি দলের অংশ ছিল এই সৈন্যরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়া সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন এবং বৃহত্তর মানবিক সংকট রোধে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG