অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানে সংকট মোকাবেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক


Tপ্ল্যানেট ল্যাবস পিবিসির এই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সুদানের উত্তরাঞ্চলীয় খার্তুমের একটি বাণিজ্যিক এলাকায় দাবানলে বাজারের দোকানপাট ধ্বংস হয়ে গেছে। (১৮ এপ্রিল, ২০২৩)
Tপ্ল্যানেট ল্যাবস পিবিসির এই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সুদানের উত্তরাঞ্চলীয় খার্তুমের একটি বাণিজ্যিক এলাকায় দাবানলে বাজারের দোকানপাট ধ্বংস হয়ে গেছে। (১৮ এপ্রিল, ২০২৩)

সুদানের সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বলে বুধবার ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছেন এক মুখপাত্র।

মুখপাত্র বলেন, সুদানের ঘটনাবলী সম্পর্কিত বিভাগের পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং লজিস্টিকস তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রক একটি সুদান মিলিটারি কনফ্লিক্ট টাস্ক ফোর্স গঠন করেছে।

মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে বলেন, "সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এসএএফ এবং আরএসএফের মধ্যে চলমান লড়াই সুদানের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এটি সুদানের গণতান্ত্রিক রূপান্তর পুনরুদ্ধারের প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে।“

শনিবার খার্তুমে সুদানের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সদস্যদের মধ্যে লড়াই শুরু হয় এবং তারপর থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে শত শত লোক নিহত ও আহত হয় বলে জানা গেছে।

প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর নেতারা - এসএএফ প্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেদি নামে পরিচিত - ২০২১ সালের অভ্যুত্থানে একত্রিত হন যা দেশটিতে সামরিক শাসন ফিরিয়ে দেয়।নতুন সরকারে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধের মধ্যে এই দুই ব্যক্তি তখন থেকে একে অপরের দিকে ঝুঁকছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তারা মঙ্গলবার ভয়েস অব আমেরিকাকে বলেন, তারা এই মুহূর্তে সুদানে কোনো আমেরিকান নাগরিকের মৃত্যু বা আহত হওয়ার খবর জানেন না।

১৮ এপ্রিল খার্তুমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা সতর্কতায় বলা হয়, খার্তুমের অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি এবং বিমানবন্দর বন্ধের কারণে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক সমন্বিতভাবে বেসরকারী আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। “

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক বলেছে, “এই কঠিন পরিস্থিতিতে সুদানে অবস্থানরত আমেরিকান নাগরিকদের নিরাপদে থাকার জন্য তাদের নিজেদেরই ব্যবস্থা করা জরুরি।“

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাপানে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে বলেন, তিনি সুদানের যুদ্ধরত দুই নেতা বাররাতা জেনারেল বুরহান ও হেমেদিকে ফোন করে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউজের সংবাদদাতা অনিতা পাওয়েল এই প্রতিবেদনটি তৈরি করেছেন।

XS
SM
MD
LG