ইয়েমেনের রাজধানী সানায় আর্থিক সহায়তা বিতরণের একটি অনুষ্ঠানে বন্দুক হামলা এবং একটি বৈদ্যুতিক বিস্ফোরণে আতঙ্কিত মানুষের ছোটাছুটিতে পদদলিত হয়ে অন্তত ৭৮ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। প্রত্যক্ষদর্শী ও হুথি বিদ্রোহী কর্মকর্তারা এ কথা জানান।
হুথি বিদ্রোহীদের অভ্যন্তরীন মন্ত্রকের মুখপাত্র আবদেল-খালেক আল-আঘরি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই অর্থ বিতরণকে এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। এই দুর্ঘটনাটি পবিত্র ঈদ-উল-ফিতরের মাত্র দুই দিন আগে ঘটল।
২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সরিয়ে দেওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা।
সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের সংঘাত সৌদি আরব ও ইরানের মধ্যে একটি ছায়া যুদ্ধে পরিণত হয়েছে। এই যুদ্ধে সেনা ও বেসামরিক নাগরিকসহ দেড় লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘের ত্রাণবিষয়ক সমন্বয়ের কার্যালয়ের মতে, ইয়েমেনের জনসংখ্যার ২ কোটি ১০ লাখের বেশি মানুষের বা দেশটির জনসংখ্যার দুই-তৃতীয়াংশের সহায়তা ও সুরক্ষার প্রয়োজন। এদের মধ্যে ১ কোটি ৭০ লাখের বেশি মানুষকে বিশেষভাবে অরক্ষিত মনে করা হয়।
ফেব্রুয়ারিতে জাতিসংঘ বলেছে, ইয়েমেনে মানবিক সংকট হ্রাসে তহবিল গঠনের লক্ষ্যে একটি সম্মেলনে তারা লক্ষ্যমাত্রার ৪৩০ কোটি ডলারের মধ্যে মাত্র ১২০ কোটি ডলার সংগ্রহ করতে পেরেছে।