নতুন অগ্রগতি
-
ইউক্রেনের পাল্টা আক্রমণ নিয়েউদ্বিগ্ন ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা।
-
জার্মানি, পোল্যান্ডে ট্যাঙ্ক মেরামত কেন্দ্র স্থাপন করার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সৈন্যদের আব্রামস ট্যাংক-এ প্রশিক্ষণ দেবে।
-
ইউক্রেনের শস্য রফতানি এখনো ইউরোপীয় দেশগুলো দ্বারা নিষিদ্ধ।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শনিবার ইউক্রেন সম্পর্কিত দৈনিক গোয়েন্দা হালনাগাদ, প্রতিবেদনে বলেছে, “ইউক্রেনের যুদ্ধকে ন্যায়সঙ্গত বলে প্রমাণ করার জন্য রাশিয়া যে মূল বর্ণনা দেয়, তা বজায় রাখতে সংগ্রাম করছে।” আর সেই আখ্যানটি হলো, ইউক্রেন আক্রমণের অভিজ্ঞতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে সোভিয়েত অভিজ্ঞতার অনুরূপ।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, চলতি মাসের শুরুতে রাশিয়া নিরাপত্তা জনিত কারণ উল্লেখ করে ইমমর্টাল রেজিমেন্ট-এর “গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার” বার্ষিক উদযাপন বাতিল করে। "বাস্তবে" কর্তৃপক্ষ হয়তো অত্যন্ত উদ্বিগ্ন ছিলো যে অংশগ্রহণকারীদের মধ্যে রাশিয়ার সাম্প্রতিক ক্ষয়ক্ষতি ফুটে উঠতে পারে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক আরো বলেছে, রুশ আখ্যানের আরেকটি অংশ হচ্ছে ইউক্রেনে নাৎসি আছে বলে উচ্চকন্ঠ প্রচার। কিন্তু এখন ওয়াগনার গ্রুপের প্রধান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ইয়েভগেনি প্রিগোজিন প্রকাশ্যে ইউক্রেনে নাৎসিদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এটা রাশিয়ার ইউক্রেন আক্রমনের যৌক্তিকতার প্রতি সাংঘর্ষিক ।
রাতের ভিডিও ভাষণে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।
শুক্রবার তিনি বলেন, “ সম্মুখ যুদ্ধক্ষেত্র হচ্ছে প্রথম অগ্রাধিকার । আমরা নতুন ব্রিগেড এবং ইউনিট গঠনে সক্রীয় প্রস্ততি নিচ্ছি।আর যুদ্ধক্ষেত্রে তাদের (রাশিয়াকে) আমরা তা দেখাবো।
জেলেন্সকি ইউক্রেনের প্রতিরক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতির জন্য মিত্রদের ধন্যবাদ জানান।
জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে শুক্রবার যুক্তরাষ্ট্র আয়োজিত এক বৈঠকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ও গোলাবারুদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র বলছে, তারা শীঘ্রই আব্রামস ট্যাঙ্ক পরিচালনার জন্য ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ শুরু করবে। অন্যদিকে, জার্মানি ঘোষণা করেছে, তারা ইউক্রেনে মোতায়েন ট্যাঙ্ক মেরামতের জন্য পোল্যান্ডে একটি মেরামত কেন্দ্র স্থাপন করছে।
বৈঠকে মিত্ররা কিয়েভকে তাদের নিঃশর্ত সমর্থনের কথা আবরো উল্লেখ করেন এবং ভবিষ্যতে নেটোতে যোগ দেয়ার বিষয়ে ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করে।
রুশ সৈন্যদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের আগে ইউক্রেন তার মিত্রদের কাছে দূরপাল্লার অস্ত্র, যুদ্ধ বিমান এবং গোলাবারুদের জন্য চাপ দিয়েছে। আগামী সপ্তাহ বা মাসগুলোতে ঐ পাল্টা আক্রমণ শুরু হবে বলে প্রত্যাশা করছে তারা।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।