অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরীয় হ্যাকারদের সাথে যুক্ত চীনে অবস্থানকারী তিন ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


ওয়াশিংটনে ট্রেজারি ডিপার্টমেন্ট; (ফাইল ফটো) ১৮ জানুয়ারি ২০২৩।
ওয়াশিংটনে ট্রেজারি ডিপার্টমেন্ট; (ফাইল ফটো) ১৮ জানুয়ারি ২০২৩।

যুক্তরাষ্ট্র সোমবার তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্র বলছে, এরা, পিয়ংইয়ং-এর অস্ত্র কর্মসূচিতে অর্থায়নে সহায়তা করতে, উত্তর কোরিয়ার হ্যাকারদের চুরি করা ভার্চুয়াল মুদ্রা লন্ডারিং-এর সাথে জড়িত।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই তিন জনের মধ্যে একজন চীন ভিত্তিক ভার্চুয়াল মুদ্রা ব্যবসায়ী, আরেক জন হংকং ভিত্তিক মুদ্রা ব্যবসায়ী এবং অন্য জন উত্তর কোরিয়ার কোরিয়া কোয়াংসন ব্যাংকিং কর্পোরেশনের একজন প্রতিনিধি। তারা সম্প্রতি চীনের ডান্ডং-এ বসবাস করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, চীন ভিত্তিক ব্যবসায়ী উ হুইহুই উত্তর কোরিয়ার সাইবার অপরাধী সিন্ডিকেট, ল্যাজারাস গোষ্ঠীর চুরি করা ভার্চুয়াল মুদ্রাকে স্বাভাবিক মুদ্রায় রূপান্তরে সহায়তা করেছিলেন। আর, হংকং ভিত্তিক ব্যবসায়ী চেং হাং ম্যান ভার্চুয়াল মুদ্রার বিনিময়ে, অর্থ প্রদানের জন্য উ-এর সাথে কাজ করছিলেন।

যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা ঐ সব ব্যক্তির কাছে থাকা যুক্তরাষ্ট্রের সম্পদ জব্দ করে, যারা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ এবং অর্থ-গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, উত্তর কোরিয়া তাদের রাজস্ব আয় বাড়ানোর জন্য ক্রমাগত ভাবে ভার্চুয়াল মুদ্রা হাতিয়ে নিচ্ছে এবং আন্তর্জাতিক অর্থব্যবস্থায় প্রবেশের জন্য অবৈধ নেটওয়ার্ক ব্যবহার করছে।

কয়েক বছর ধরে চলমান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এই সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের যুক্তরাষ্ট্র সফরের আগে ট্রেজারি বিভাগের সর্বসাম্প্রতিক এই পদক্ষেপ ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লকচেইন অ্যানালিটিক্স ফার্ম চেইনালাইসিস-এর ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সাথে যুক্ত, লাজারাস গোষ্ঠীর সদস্যদের মতো হ্যাকাররা, গত বছর ক্রিপ্টোকারেন্সিতে হামলা করে আনুমানিক ১৭০ কোটি ডলার চুরি করেছে।

XS
SM
MD
LG