অ্যাকসেসিবিলিটি লিংক

বিক্ষোভ দমনকালে শিশু নিপীড়ন করেছে ইরান কর্তৃপক্ষ: অধিকার গোষ্ঠীর প্রতিবেদন


মানচিত্রে ইরান ও ইরানের রাজধানী তেহরান
মানচিত্রে ইরান ও ইরানের রাজধানী তেহরান

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ( এইচআরডব্লিউ)বলেছে, ইরানে দেশব্যাপী গণবিক্ষোভ দমনে নিয়োজিত নিরাপত্তা বাহিনী শিশুদের হত্যা করেছে এবং তাদের নির্যাতন ও যৌন নিপীড়ন চালিয়েছে।

এইচআরডব্লিউ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, “আইনি নীতিমালা লঙ্ঘন করে ইরানের কর্তৃপক্ষ শিশুদের গ্রেপ্তার, জেরা ও বিচার করেছে এবং বিচারকরা উল্লেখিত শিশুদের পরিবারকে তাদের পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগে বাধার সৃষ্টি করেছেন। তারা শিশুদের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন এবং তাদের বিচারের ক্ষেত্রে একমাত্র যুব আদালতের এখতিয়ার থাকা সত্ত্বেও (এ ব্যবস্থাকে অবজ্ঞা করে) বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন।”

মানবাধিকার সংস্থাটি আরো জানায়, কারা হেফাজত থেকে মুক্তি পেলেও, ইরান কর্তৃপক্ষ শিশুদের স্কুলে ফিরে যেতে বাধা দিয়েছে। এছাড়াও, কর্তৃপক্ষ পরবর্তীতে এই শিশুদের পরিবারগুলোকে সমাজ কল্যাণ কর্মসূচি থেকে বাদ দিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের ইরান বিষয়ক জ্যেষ্ঠ গবেষক টারা সেপেরি ফার, প্রতিবেদনে উল্লেখ করেন, ইরান সাত মাসের সেই বিক্ষোভের সময় “এমন কী শিশুদের কণ্ঠরোধ” করতেও রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছে। পুলিশের হেফাজতে মাহসা আমিনীর মৃত্যুর পর দেশটিতে ৭ মাস ধরে বিক্ষোভ চলে।

সেপেরি ফার আরো বলেন, “ইরানের নেতারা শিশুদের যৌন নিপীড়ন ও নির্যাতন চালাতে তাদের হিংস্র নিরাপত্তা বাহিনীকে লেলিয়ে দিয়েছে এবং শিশুদেরকে রীতিমতো অন্যায্য বিচারিক কার্যক্রম থেকেও রেহাই দেয়নি।”

প্রতিবেদনে উল্লেখিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে আহত শিশুদের চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যর্থতার বর্ণনা। যেমন, ১৩ বছর বয়সী একটি বালককে মারধরের সময় তার একটি পাঁজরের হাড় ভেঙে গেলে তাকে চিকিৎসা সেবা দেয়া হয়নি।

আরেকটি প্রতিবেদনে, নভেম্বরে গ্রেপ্তার হওয়া এক হাই স্কুল শিক্ষার্থীকে বৈদ্যুতিক শক, ব্যাটন ও চাবুক দিয়ে আঘাত করে দীর্ঘ সময় ধরে নির্যাতনের ঘটনা উল্লেখ করা হয়েছে।

XS
SM
MD
LG