অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানের জেনারেলদের অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের


দানের খার্তুমে সাম্প্রতিক লড়াইয়ে বিধ্বস্ত একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ২৫ এপ্রিল ২০২৩।
দানের খার্তুমে সাম্প্রতিক লড়াইয়ে বিধ্বস্ত একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ২৫ এপ্রিল ২০২৩।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানে বিবদমান জেনারেলদের যুদ্ধ “অবিলম্বে বন্ধ” করার জন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) অনুরোধ করেছেন। তিনি সতর্ক করেছেন যে, এটি যেন দীর্ঘমেয়াদি পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত না হয়।

জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের সুদানি সশস্ত্র বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্স—দুই বাহিনীই প্রকাশ্যে যুদ্ধ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।

জাতিসংঘ বলেছে, তারা সুদান ছেড়ে যাচ্ছে না। তবে তারা সাময়িকভাবে প্রায় ১২০০ জনকে খার্তুম থেকে পোর্ট সুদানে স্থানান্তরিত করেছে। এই ১২০০ জনের মধ্যে জাতিসংঘের ৭৪৪ জন কর্মী, তাদের পরিবারের সদস্য ও আন্তর্জাতিক এনজিও কর্মী এবং দূতাবাসগুলোর কূটনৈতিক কর্মীরা রয়েছেন।

১০ দিন আগে শুরু হওয়া যুদ্ধের আগেই দেড় কোটির বেশি সুদানবাসীর ত্রাণ সহায়তার প্রয়োজন ছিল।

বিভিন্ন দেশ তাদের কূটনীতিক ও নাগরিকদেরকে সরিয়ে নিতে শুরু করেছে। শনিবার থেকে সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে অনেকে সমুদ্রপথে সৌদি আরব এবং বিমানের মাধ্যমে জর্ডান ও সাইপ্রাসে চলে গেছেন।

কানাডা, মিসর, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র দেশটি থেকে বিদেশি নাগরিকদেরকে নিয়ে যাওয়ার জন্য বিমান ও জাহাজের বহর ব্যবহার করছে।

সুদানের রাজধানী খার্তুম থেকে সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের বেশির ভাগ সরকারি কর্মী সোমবার বিকেলে ওয়াশিংটনে পৌঁছেছেন।

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা মঙ্গলবার খার্তুমের বাইরের একটি বিমান ঘাঁটি থেকে বিমানের মাধ্যমে তাদের নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু করেছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তাদের বেশির ভাগ নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG