ভারত তার প্রায় ১১০০ নাগরিককে সুদান থেকে সরিয়ে নিয়েছে। সংঘর্ষে বিপর্যস্ত আফ্রিকার এই দেশটিতে সেনাবাহিনী এবং একটি আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াই শুরু হওয়ার পর থেকে ভারত সেখানে আটকে পড়া তার নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, আরও শত শত মানুষ পোর্ট সুদানে পৌঁছেছে এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে।
পররাষ্ট্র মন্ত্রক জানায়, পোর্ট সুদানের ডকে থাকা নৌবাহিনীর জাহাজে করে ভারতীয়দেরকে সৌদি আরবের জেদ্দায় আনা হচ্ছে। সেখান থেকে তাদেরকে ভারতে পাঠানো হবে।
তিনি যুদ্ধবিধ্বস্ত আফ্রিকান দেশটির পরিস্থিতিকে “অত্যন্ত অস্থিতিশীল” বলে অভিহিত করেছেন।
তিন দিনের যুদ্ধবিরতি সুদানের তীব্র লড়াইয়ে কিছু অবকাশ এনে দেওয়ার কারণে সাম্প্রতিক দিনগুলোতে যে দেশগুলো তাদের নাগরিক ও কূটনীতিকদেরকে সরিয়ে নেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে, ভারত তার মধ্যে অন্যতম। বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা।
সুদানে আনুমানিক সাড়ে তিন হাজার ভারতীয় নাগরিক রয়েছে। আরও এক হাজার ভারতীয় বংশোদ্ভূত নাগরিক যারা দেশটিতে কয়েক প্রজন্ম ধরে বসবাস করছেন, তারাও নিরাপদে সুদান থেকে বের হয়ে যেতে চান। বেশির ভাগ ভারতীয় রাজধানী খার্তুম বা তার আশেপাশে যেখানে লড়াই সবচেয়ে তীব্র, সেখানে বসবাস করেন।
ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, তারা পোর্ট সুদানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুদ্ধরত দুই পক্ষের সাথে যোগাযোগ করেছে। সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে একটি আধাসামরিক ইউনিটের মধ্যে এ লড়াই চলছে।