অ্যাকসেসিবিলিটি লিংক

তিন দিনের সফরে হাঙ্গেরি পৌঁছেছেন পোপ


বুদাপেস্টগামী বিমানে ওঠার জন্য ইতালির ফিউমিসিনোতে রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস; ২৮ এপ্রিল ২০২৩।
বুদাপেস্টগামী বিমানে ওঠার জন্য ইতালির ফিউমিসিনোতে রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস; ২৮ এপ্রিল ২০২৩।

পোপ ফ্রান্সিস শুক্রবার হাঙ্গেরি পৌঁছেছেন

তিনদিনের এই সফর কালে পোপ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। ফ্রান্সিস রবিবার পার্লামেন্টের সামনে একটি উন্মুক্ত জনসভায় সভাপতিত্ব করবেন।

ফ্রান্সিস এমন এক সময়ে সফর করছেন যখন ইউরোপ অভিবাসী সংকট এবং ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি তার সফর কালে দুটো সমস্য সমাধানের বিষয় নিয়েই কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, রুশ হামলার পর পালিয়ে আসা কিছু ইউক্রেনীর সাথেও দেখা করার কথা রয়েছে তার।

সার্বীয়দের হাঙ্গেরি প্রবেশ রোধ করতে, ২০১৫ সালে বহুল আলোচিত কাঁটা তারের বেড়া তৈরি করেছিলেন অরবান; কিন্ত, তিনি ইউক্রেনীয়দের স্বাগত জানিয়েছেন। তবে, অনেক ইউরোপী দেশের মতো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেননি।

পোপ এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী, উভয়েই যুদ্ধবিরতি এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG