অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের স্পিকার ম্যাকার্থি: ইউক্রেন থেকে রাশিয়াকে সরে আসতেই হবে


জেরুজালেমে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। ( ১ মে, ২০২৩)
জেরুজালেমে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। ( ১ মে, ২০২৩)

রাশিয়ার "শিশু হত্যা"র তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি সোমবার বলেছেন, রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে বেরিয়ে আসতে হবে। তিনি তার রিপাবলিকান দলের কিছু লোকের কাছ থেকে দূরত্ব বজায় রাখেন যারা রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে অতিরিক্ত বড় ধরনের যুক্তরাষ্ট্রের সহায়তার বিরোধিতা করে।

বক্তা হিসাবে ইসরাইলে তার প্রথম বিদেশ সফরে, ম্যাকার্থি ইউক্রেনের প্রতি তার সমর্থনের উপর জোরালোভাবে গুরুত্ব আরোপ করেন। তিনি কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা প্রেরণ সমর্থন করেন না এমন কথা প্রত্যাখ্যান করেন। এক সংবাদ সম্মেলনে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ঋণসীমা আলোচনার দাবি সহ দেশে ফিরে অন্যান্য ইস্যুতে তার অবস্থানও ব্যাখ্যা করেন।

এক রুশ সংবাদদাতার প্রশ্নের জবাবে ম্যাকার্থি বলেন, "আমি ইউক্রেনের জন্য সাহায্যের পক্ষে ভোট দিচ্ছি। আমি ইউক্রেনকে সহায়তা প্রদান সমর্থন করি।” তিনি রাশিয়ার প্রতিবেদককে আরও বলেন, "আপনার দেশ ইউক্রেনের সাথে যা করেছে তা আমি সমর্থন করি না, আমি শিশুদের হত্যাকেও সমর্থন করি না। তিনি রাশিয়ার ঐ সংবাদদাতাকে আরও বলেন “ আপনাদের সরে আসা উচিত্।”

আইনপ্রণেতাদের একটি দ্বিপক্ষীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ম্যাকার্থি জেরুজালেমে পৌঁছান, যা হাউজের নতুন স্পিকার হিসাবে তার প্রথম বিদেশ যাত্রা এবং ২৫ বছরের মধ্যে ইসরাইলি নেসেটের প্রথম ভাষণ।

XS
SM
MD
LG