অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মণিপুরে গত সপ্তাহের জাতিগত সংঘর্ষস্থলে সেনা মোতায়েন


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতা থেকে পালিয়ে আসা লোকজনকে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। (৭ মে, ২০২৩)
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতা থেকে পালিয়ে আসা লোকজনকে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। (৭ মে, ২০২৩)

ভারতের মণিপুর রাজ্যে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে সেখানে প্রাণঘাতী জাতিগত সংঘর্ষ শুরু হয়।

মেইতেই সম্প্রদায় তফসিলি উপজাতি শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে গত সপ্তাহে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই অন্তর্ভুক্তি বনভূমিতে প্রবেশাধিকারসহ সরকারী চাকরি এবং মনোনীত প্রতিষ্ঠানগুলিতে এবং কলেজে তাদের কোটা অধিকার দেবে।

মণিপুরের মোট জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি হিন্দু মেইতেই। তপশিলি উপজাতির তালিকায় ইতিমধ্যে থাকা অন্যান্য জাতিগত গোষ্ঠীগুলি, যাদের অধিকাংশই খ্রিস্টান, আশঙ্কা করছে , মেইতিরা যদি এই পদবি পায় তবে তাদের সুবিধাগুলি হ্রাস পাবে।

গত সপ্তাহে সংঘটিত সংঘর্ষে গোলাগুলির শব্দ শোনা যায়। অনেক জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। গাড়ি, বাড়িঘর ও গির্জা জ্বালিয়ে দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেছেন, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জনগণকে শান্তিপূর্ণ ভাবে থাকার আহ্বান জানিয়েছেন।

XS
SM
MD
LG