অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা


গাজায় ইসরাইলি হামলার পর ধোঁয়া উঠছে। ১০ মে, ২০২৩।
গাজায় ইসরাইলি হামলার পর ধোঁয়া উঠছে। ১০ মে, ২০২৩।

ইসরাইল গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ইসলামি জিহাদের রকেট স্কোয়াডের প্রধানকে হত্যা করা হয়েছে।

পশ্চিম তীরে ইসরাইলি অভিযান এবং ফিলিস্তিনি জঙ্গিদের কাছ থেকে আন্তঃসীমান্ত রকেট বর্ষণসহ বহুদিনের সহিংসতার মধ্যে এই হামলার ঘটনা ঘটে।

উভয় পক্ষের কর্মকর্তারা বলেছেন, মিশর যুদ্ধবিরতির জন্য কাজ করছে।

সহিংসতায় মঙ্গলবার থেকে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে তিনজন ইসলামিক জিহাদের সিনিয়র কমান্ডার এবং ১০ জন বেসামরিক মানুষ রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেছেন, কোনো ইসরাইলি আহত হয়নি।

নেতানিয়াহু বলেন, তার বাহিনী জঙ্গিদের একটি কঠোর আঘাত করেছে, কিন্তু ইসরাইলের অভিযান শেষ হয়নি।

নেতানিয়াহু বলেন, "আমরা সন্ত্রাসীদের এবং যারা তাদেরকে পাঠায় তাদেরকে বলছি, আমরা আপনাদের সর্বত্র দেখতে পাচ্ছি।" "আপনি লুকাতে পারবেন না এবং আমরা আপনাকে আঘাত করার জন্য স্থান এবং সময় বেছে নেই।"

ওয়াশিংটনে হোয়াইট হাউস বলেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান বুধবার ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবির সাথে সংঘর্ষ নিয়ে আলোচনা করেছেন, তিনি “উত্তেজনা হ্রাস এবং আরও প্রানহানি রোধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।”

বিবৃতিতে বলা হয়েছে, সালিভান ইসরাইলের নিরাপত্তা এবং রকেট হামলা থেকে আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্নিশ্চিত করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG