দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে দুদিন আটক রাখার পর বুধবার চারজন আফগান সাংবাদিককে মুক্তি দিয়েছে তালিবান।
সাংবাদিক নিরাপত্তা কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ঘরঘাস্ট টিভির প্রধান সম্পাদক সখী সারোয়ার মিয়াখিল, চিনার রেডিওর প্রধান সম্পাদক পামির আন্দিশ, ন্যান এফএম-এর এবদুল রহমান আশানা এবং ওলাস ঘাগ রেডিওর প্রধান সম্পাদক মোহাম্মদউদ্দিন শাহ খিয়ালিকে তালিবান মুক্তি দিয়েছে।
এজেএসসি জানিয়েছে, সোমবার এই সাংবাদিকদের “একটি সেমিনারে” তলব করার পরে তালিবানের নীতি মন্ত্রক তাদের আটক করে।
প্রতিশোধের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন সাংবাদিক ভয়েস অফ আমেরিকাকে বলেন, রমজানের শেষের ঈদ উদযাপনের জন্য এপ্রিলে প্রচারিত বিনোদন অনুষ্ঠানের জন্য সাংবাদিকদেরকে আটক করা হয়েছিল।
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালিবান অন-এয়ার মিউজিক এবং বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করেছিল।
কিছু প্রদেশের সাংবাদিক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তালিবান তাদেরকে নারী কণ্ঠ সম্প্রচারে বাধা দিয়েছে।
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিপোর্টার্স ক্লাব এন্ড জার্নালিস্ট ফোরামের আফগান চ্যাপ্টারের সভাপতি গুল মোহাম্মদ গ্রান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তালিবানের একটি সুস্পষ্ট গণমাধ্যম নীতির অনুপস্থিতি সাংবাদিকদের মধ্যে “বিভ্রান্তি” তৈরি করেছে।