পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে “সন্ত্রাসীদের”সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধে ছয় সৈন্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুলো এ কথা বলেছে।
সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স জানিয়েছে,“ক্লিয়ারেন্স অপারেশনের সময় এক বেসামরিক নাগরিকসহ দেশের সাত বীর সন্তান শহীদ হয়েছেন।” এক নারীসহ আরো ছয় জন আহত হয়েছেন বলেও তারা জানায়।
আইএসপিআর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে, একটি প্রধান আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে “ অস্ত্রসজ্জিত” জঙ্গিরা হামলা চালালে, এই সহিংস ঘটনা ঘটে।
আইএসপিআর আরো বলেছে, শনিবার সকাল পর্যন্ত সংঘর্ষ এবং “ক্লিয়ারেন্স অপারেশন”অব্যাহত ছিলো। এতে, হামলায় জড়িত “ছয় সন্ত্রাসী” নিহত হয়। হামলাকারীরা একটি আবাসিক ব্লকে নারী ও শিশুসহ কয়েকটি পরিবারকে জিম্মি করে রাখে। পরে, নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে।
সম্প্রতি আবির্ভূত তথাকথিত তেহরিক-ই-জিহাদ পাকিস্তান জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তান হলো আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ পাকিস্তানের দরিদ্র প্রদেশ।
এই প্রদেশে নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী ও তাদের স্থাপনাগুলো হামলার শিকার হচ্ছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করে জাতিগত বালুচ বিদ্রোহী; নিষিদ্ধ পাকিস্তানি তালিবানের সাথে যুক্ত জঙ্গি গোষ্ঠী এবং ইসলামিক স্টেট-এর সাথে যুক্ত গোষ্ঠীগুলো।
কর্মকর্তারা বলছেন, চলতি বছরের শুরু থেকে সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হয়েছে। এদের অধিকাংশই সৈন্য এবং পাকিস্তান পুলিশ বাহিনীর সদস্য।