অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের নির্বাচন আপাতদৃষ্টে দ্বিতীয় রাউন্ডের দিকে যাচ্ছে


ইস্তাম্বুলে এরদোয়ানের সমর্থকরা জড়ো হচ্ছে। ১৪মে, ২০২৩।
ইস্তাম্বুলে এরদোয়ানের সমর্থকরা জড়ো হচ্ছে। ১৪মে, ২০২৩।

প্রথম রাউন্ডের ভোটের পরিসংখ্যান দেখে মনে হচ্ছে, তুরস্ক দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে যাচ্ছে। সোমবার প্রেসিডেন্ট রিজেপ তাইয়্যেপ এরদোয়ান আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে তিনি বিজয়ী হবেন। শীর্ষ প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু বলেছেন, তিনি “দ্বিতীয় রাউন্ডে পুরোপুরি জিতবেন।”

এরদোয়ান, যিনি ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন এবং দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী নেতা, তিনি প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করেছিলেন। তবে রবিবারের ভোটে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট থেকে কিছু কম ভোট পেয়েছেন।

এরদোয়ান এবং কিলিচদারোগলু উভয়েই এই নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দাবি করেন।

৪০ শতাংশের বেশি মূল্যস্ফীতি এবং জনসাধারণ জীবনযাত্রার ব্যয়-সংকটের সম্মুখীন হওয়ায় দেশের অর্থনীতিকে অনেক ভোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখছে।

এরদোয়ান সরকারকে একটি শক্তিশালী নির্বাহী প্রেসিডেন্ট পদ্ধতিতে পরিণত করেছেন যা তাকে ডিক্রি দ্বারা শাসন করার অনুমতি দেয়।

সমালোচকরা ফেব্রুয়ারির মারাত্মক ভূমিকম্পে ৫০ হাজারের বেশি প্রাণনাশে দ্রুত প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়ার জন্য এই ধরনের কেন্দ্রীভূত শক্তিকে দোষারোপ করেছে। এরদোয়ান এই অভিযোগ অস্বীকার করেছেন।

তবে কিলিচদারোগ্লু তুরস্ককে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে দেয়ার অঙ্গীকার করছেন।

ওয়াশিংটন বলেছে, তারা নির্বাচনে পক্ষ নেয় না।

তুরস্ক এবং তার ঐতিহ্যবাহী পশ্চিমা মিত্রদের মধ্যকার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর সাথে আঙ্কারার ক্রমবর্ধমান সম্পর্ক এবং গণতন্ত্র নিয়ে উদ্বেগের কারণে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

কিলিচদারোগ্লু তুরস্কের পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্ক পুনরায় ঠিক করার অঙ্গীকার করছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG