পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেবার প্রতিবাদে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ক্ষমতাসীন কোয়ালিশনের হাজার হাজার সমর্থক আদালতের সামনে সমাবেশ করে।
দেশের বিভিন্ন জায়গা থেকে বাস এবং ভ্যানে করে সমর্থকদের রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা কড়া নিরাপত্তা জোনে সর্বোচ্চ আদালত এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন এলাকায় গিয়ে পৌঁছে।
ঐ বিরল সমাবেশ বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার এবং বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব প্রকটভাবে তুলে ধরে।
গত মঙ্গলবার ফেডারেল আদালতের বাইরে থেকে দেশের বৃহত্তম তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খানকে আধা সামরিক সেনারা গ্রেফতার করে।
সে সময় ৭০ বছর বয়ষ্ক খান তার বিরুদ্ধে আনা ১০০-র বেশি মামলার একটির শুনানির জন্য অপেক্ষা করছিলেন। এপ্রিল ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হবার পর তার বিরুদ্ধে ঐসব মামলা করা হয়। এর মধ্যে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাস এবং খুনের মামলা আছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্ডিয়াল ইমরান খানের গ্রেফতারকে "বেআইনী" এবং তার বিচার পাবার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বলে ঘোষণা করেন এবং তাকে তৎক্ষণাৎ মুক্তি দেবার নির্দেশ দেন।