অ্যাকসেসিবিলিটি লিংক

আরব শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে ইউক্রেনের জেলেন্সকি; আসাদও সেখানে


আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ; (সৌদি প্রেস এজেন্সি/ হ্যান্ডআউট), ১৯ মে ২০২৩।
আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ; (সৌদি প্রেস এজেন্সি/ হ্যান্ডআউট), ১৯ মে ২০২৩।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, শুক্রবার তিনি আরব লীগ শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ সৌদি আরবে পৌঁছেছেন। এই শীর্ষ সম্মেলনে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থাকা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদও উপস্থিত রয়েছেন।

অঘোষিত এই সফরটি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর ইউক্রেন আক্রমণের পর, জেলেন্সকির প্রথম মধ্যপ্রাচ্য সফর। এই সফর ইউক্রেনের এই নেতাকে এই অঞ্চলের নেতাদের কাছে বক্তব্য তুলে ধরার সুযোগ করে দিয়েছে।দৃঢ় সমর্থক পশ্চিমা মিত্রদের তুলনায়, এই অঞ্চলের নেতারা কিয়েভের প্রতি সমর্থনে খুবই কম ঐক্যবদ্ধ।

আসাদের উপস্থিত হওয়ার একদিন পর লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দায় পৌঁছান জেলেন্সকি। ২০১১ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়নের কারণে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে, আরবলীগে সিরিয়ার সদস্যতা স্থগিত হয়। এর পর এবার আবার আসাদ সরকারকে আরব লীগে যুক্ত করা হচ্ছে।

সৌদি আরবে শীর্ষ সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটি মধ্যপ্রাচ্য এবং এর বাইরে তাদের কূটনৈতিক শক্তি প্রদর্শন করছে।

আরব লীগের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, জেলেন্সকিকে সৌদি আরবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে; আরব লীগের পক্ষ থেকে নয়। মন্তব্যের জন্য অনুরোধ করা হলে সৌদি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

দোহা সিরিয়ায় “যুদ্ধাপরাধের” জন্য জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। তবে আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি এই শীর্ষ সম্মেলনে কাতারের প্রত্যাশা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

আরব লীগের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব খালেদ মানজলাভি বুধবার আশরক আল-আওসাত সংবাদপত্রে লিখেছেন, আরব লীগের শীর্ষ সম্মেলনে, মধ্যপ্রাচ্য যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তার বাইরেও, ইউক্রেনের যুদ্ধ এবং “বৈশ্বিক অর্থনৈতিক সংকট” এর মতো বিষয়গুলোকে আমলে নেয়া উচিত।

XS
SM
MD
LG