অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলছে, বেলগোরোদে ড্রোন হামলা হয়েছে


২০২৩ সালের ২৩ মে বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকভের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই ছবিতে রাশিয়ার পশ্চিমে অবস্থিত বেলগোরোদ অঞ্চলে যুদ্ধের পর একটি ক্ষতিগ্রস্থ সামরিক সাঁজোয়া যান দেখা যাচ্ছে।
২০২৩ সালের ২৩ মে বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকভের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই ছবিতে রাশিয়ার পশ্চিমে অবস্থিত বেলগোরোদ অঞ্চলে যুদ্ধের পর একটি ক্ষতিগ্রস্থ সামরিক সাঁজোয়া যান দেখা যাচ্ছে।

  • শিকাগো বিশ্ববিদ্যালয়ের হ্যারিস স্কুল অফ পাবলিক পলিসি অ্যান্ড এনওআরসি এক জরিপে জানতে পেয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষ ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিকে সমর্থন করে। প্রায় এক চতুর্থাংশ মানুষ এর বিরুদ্ধাচরণ করে। গত বছরও সমর্থনের হার প্রায় একই ছিল।
  • জাতিসংঘ জানিয়েছে, গত বছর রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি প্রায় ৮ হাজার বেসামরিক ব্যক্তির মৃত্যু নথিভুক্ত করেছে। সমগ্র বিশ্ব বেসামরিক ব্যক্তিদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।

বুধবার এক রুশ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে রাতভর ড্রোন হামলা হয়েছে।

বেলগোরোদের গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকভ টেলিগ্রামে জানান, প্রশাসনিক ও আবাসিক দালান ক্ষতির শিকার হলেও কেউ আহত হননি।

গ্লাদকভ জানান, রুশ বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোনকে ভূপাতিত করেছে।

রাশিয়া একই এলাকায় একটি আন্ত:সীমান্ত স্থল হামলা প্রতিহত করার ১ দিন পর এই হামলা হলো।

রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনের সামরিক নাশকতাকারীদের দায়ী করেছে এবং ইউক্রেন জানিয়েছে, এটি ক্রেমলিনের বিরুদ্ধে একটি রুশ মহলের রুখে দাঁড়ানোর ঘটনা।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, রুশ ভূখণ্ডে আরও হামলা এলে রাশিয়া “দ্রুত ও অত্যন্ত রুঢ়” পালটা জবাব দেবে।

এ প্রতিবেদনে ভয়েস অফ আমেরিকার নাইকি চিং ও কার্লা বব কাজ করেছেন। প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG