-
রাশিয়া ১০৬ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে ফেরত দিয়েছে।
-
রাশিয়ার শহর গ্রাইভোরন-এ কয়েক ঘন্টা ধরে গোলা বর্ষণ করেছে ইউক্রেনের গোলন্দাজ বাহিনী
-
সোমবার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ইউক্রেনীয় মিলিশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
-
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে যুদ্ধ করছে না।
-
জেসিএস প্রধান মার্ক মিলি বলেছেন, ওয়াশিংটন কিয়েভকে বলেছে, তারা যেন সরাসরি রাশিয়ায় আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সরঞ্জাম ব্যবহার না করে।
-
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেনের নিপ্রোর একটি ক্লিনিকে ক্ষেপণাস্ত্র আঘাত করলে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শিশুসহ ১৫ জন।
স্থানীয় গণোমাধ্যম একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, নিপ্রোর একটি দোতলা ভবনে আগুন জ্বলছে। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, যে “অমানবিক শক্তি” এ হামলা চালিয়েছে, তারা অবশ্যই পরাজিত হবে।
আঞ্চলিক গভর্নর শুক্রবার বলেছেন, রাশিয়ার দক্ষিনাঞ্চলীয় শহর ক্রাসনোদরে যে বিস্ফোরণে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিস্ফোরণের কারণ দুটি ড্রোন। গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, “ভবনগুলোর কিছু ক্ষতি হয়েছে, তবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি । আর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
এদিকে, ইউক্রেন সীমান্তবর্তী রুশ এলাকাধীন একটি শহরে শুক্রবার ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী গোলাবর্ষণ করে। গ্রাইভোরন শহরে কয়েক ঘন্টা ধরে গোলা বর্ষণ করা হয়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ওপর তাদের দৈনিক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে বলেছে, কমপক্ষে ২০ বছর ধরে রাশিয়ার সামরিক বাহিনী থেকে “আধা সামরিক গোষ্ঠী সৃষ্টি হচ্ছে।