ইউ এস আফ্রিকা কমান্ড বলছে, যুক্তরাষ্ট্র শুক্রবার সোমালিয়ার আল শাবাব জঙ্গীদের ওপর একটি বিমান হামলা চালিয়েছে।
শনিবার ইউ এস আফ্রিকা কমান্ড বলে, ঐ অভিযানে "আল শাবাব জঙ্গীদের অবৈধভাবে নেয়া" অস্ত্র এবং সরঞ্জাম ধ্বংস করা হয়। কোথা থেকে সেগুলো চুরি করা হয়েছিল, কমান্ড তা রিপোর্টে বলেনি।
সোমালিয়ার একটি আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনের কাছে জঙ্গীদের ওপর ঐ হামলা চালানো হয় বলে জানিয়েছে কমান্ড।
"সোমালিয়ার ফেডারেল সরকার এবং আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনের সমর্থনে" ঐ হামলা চালানো হয় বলে জানিয়েছে কমান্ড।
কমান্ডের ঐ হামলার প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এতে কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি।