অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ সেনা প্রত্যাহার ছাড়া কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে না: যুক্তরাষ্ট্র


ইউক্রেনের খারকিভ অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছেন নব-প্রতিষ্ঠিত ন্যাশনাল গার্ড ইউনিটের সদস্যরা; ১ জুন ২০২৩।
ইউক্রেনের খারকিভ অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছেন নব-প্রতিষ্ঠিত ন্যাশনাল গার্ড ইউনিটের সদস্যরা; ১ জুন ২০২৩।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যতক্ষণ পর্যন্ত রুশ সৈন্য প্রত্যাহার করা হবেনা, ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে কোনো যুদ্ধ বিরতি, তার ভাষায় একটি “ন্যায্য ও দীর্ঘস্থায়ী” শান্তিচুক্তি হতে পারে না।

নেটো জোটের নতুন সদস্য ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দেয়া বক্তব্যে ব্লিংকেন বলেন, “একটি যুদ্ধবিরতি কেবল বর্তমানের নিয়ন্ত্রণরেখাকে স্থির করে দেবে”। আর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার দখল করা অঞ্চলের ওপর তার নিয়ন্ত্রণ দৃঢ় করার সুযোগ করে দেবে। এটা “ন্যায়সঙ্গত হবে না, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবেনা; বরং “মস্কো ও বিশ্বজুড়ে আগ্রাসী হয়ে উঠতে পারে এমন অন্যান্যদের” ভুল বার্তা প্রদান করে।

এদিকে, শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনী কিয়েভের ওপর ৩০টির বেশি রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপতিত করেছে।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২১টি ড্রোন ভূপতিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষ পড়ে, অন্তত দু’জন আহত হয়েছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের গোয়েন্দাদের হালনাগাদ প্রতিবেদনে শুক্রবার বলেছে, রাশিয়া এখন রুশ সীমান্ত অঞ্চলে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করবে, নাকি দখল করা ইউক্রেনীয় অঞ্চলে তাদের সেনা-সমাবেশ শক্তিশালী করবে তা নিয়ে এখন “প্রচন্ড দ্বিধার” মধ্যে রয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ভোর হবার আগেই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৯ বছর বয়সী মেয়ে ও তার মাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আর, আহত হয়েছেন ১৬ জন।

অনেক দেশে জুন মাসের প্রথম দিনটিকে আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে পালন করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার তার দৈনিক ভাষণে উল্লেখ করেন “এমনকি এই দিনেও... সন্ত্রাসী রাষ্ট্রটি ইউক্রেনের একটি শিশুর জীবন কেড়ে নিয়েছে।”

XS
SM
MD
LG