অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ আগ্রাসন বিষয়ে জাতিসংঘ অনুমোদিত ট্রাইব্যুনালকে সমর্থন করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান


বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সিনেটর টিম কেইন, ডি-ভিএ (বাঁয়ে) ও সিনেটর বেন কার্ডিন, ডি-এমডি, ওয়াশিংটনে ক্যাপিটল হিলে তোলা ছবি; (ফাইল ফটো) ৩ আগস্ট ২০১৭।
বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সিনেটর টিম কেইন, ডি-ভিএ (বাঁয়ে) ও সিনেটর বেন কার্ডিন, ডি-এমডি, ওয়াশিংটনে ক্যাপিটল হিলে তোলা ছবি; (ফাইল ফটো) ৩ আগস্ট ২০১৭।

মত-পথ বদল করে, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ করার জন্য রাশিয়ার নেতাদের বিচারের আওতায় আনতে, জাতিসংঘ অনুমোদিত বিশেষ ট্রাইবুনালকে সমর্থন করতে, বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রভাবশালী দুই ডেমোক্র্যাটিক সিনেটর।

সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির দুই বিশিষ্ট সদস্য ডেমোক্র্যাট, বেন কার্ডিন ও টিম কেইন প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বুধবার একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবে, রুশ ফেডারেশনের যে সব নেতা ইউক্রেনের বিরুদ্ধে অবরোধ ও আগ্রাসন শুরু করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে, বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে “কন্ঠস্বর ও ভোট” ব্যবহার করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

এই প্রস্তাবে ইউক্রেনের দীর্ঘ-প্রতীক্ষিত দাবিকে সমর্থন করা হয়েছে। ইউক্রেনের দাবি হলো; রাশিয়ার “আগ্রাসনের অপরাধে”র জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা। আর, জাতিসংঘ সাধারণ পরিষদকে এই প্রস্তাবিত ট্রাইব্যুনালকে অনুমোদন দিতে হবে; আলোচনার মাধ্যমে এর শর্ত নির্ধারণ করবে ইউক্রেন ও জাতিসংঘ।

যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা থেকে আলাদা করে আগ্রাসনের অপরাধকে সংজ্ঞায়িত করা হয়। আগ্রাসনের অপরাধ হলো, কোন আগ্রাসনমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা, প্রস্তুতি নেয়া, আগ্রাসনের সূত্রপাত করা অথবা আগ্রাসন বাস্তবায়ন করা।

আন্তর্জাতিক ফৌজদারি আদালত, অন্যান্য অপরাধগুলোর বিচার করতে পারে। তবে, আগ্রাসনের অপরাধের বিচার করতে পারে না।আর, যে সব দেশ রোম ঘোষণাকে (সংবিধি) অনুমোদন করেছে, শুধুমাত্র সেই দেশগুলোতে এই আদালতের কার্য পরিধি বিস্তৃত। রাশিয়াও, যুক্তরাষ্ট্রের মতো এই চুক্তির অংশীদার নয়।

এই কারণে, রাশিয়ার নেতাদের বিচারের আওতায় আনতে, ইউক্রেন ও তাদের মিত্রশক্তিগুলো বিকল্প পদ্ধতি প্রতিষ্ঠা করতে চাইছে।

মার্চে, বাইডেন প্রশাসন, ইউক্রেনের বিচারব্যবস্থার মধ্যে, বাইরের সমর্থনে একটি “বিশ্বায়িত ট্রাইবুনালে”র প্রস্তাব দিয়েছিলো।

XS
SM
MD
LG