অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের মধ্য নিপ্রোতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে কয়েক ডজন আহত


ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস কর্তৃক তোলা এবং প্রকাশ করা এই ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা নিপ্রোর উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে কাজ করছেন। ( ৩ জুন, ২০২৩)
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস কর্তৃক তোলা এবং প্রকাশ করা এই ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা নিপ্রোর উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে কাজ করছেন। ( ৩ জুন, ২০২৩)

ক্রেমলিন ঘোষণা করেছে, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে "অবন্ধুত্বপূর্ণ দেশগুলির" সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। ১৯৯৭ সালের পর এই প্রথম পশ্চিমা সাংবাদিকরা এই ফোরামের আয়োজন করলেন।

বেলগোরদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকভ শনিবার জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে বেলগোরদের সীমান্ত এলাকায় ইউক্রেনের গুলির আঘাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। বেলগোরদ শহরের মেয়র ভ্যালেন্টিন দেমিদোভ বলেন, শুক্রবার ওই এলাকায় হামলার ফলে নিকটবর্তী সীমান্তবর্তী গ্রামগুলো থেকে প্রায় পাঁচ হাজার উদ্বাস্তু বেলগোরদ শহরে অস্থায়ী বাসস্থান খুঁজছেন।

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন শনিবার বলেছেন, ক্রেমলিনের পক্ষগুলো তার ও চেচেন কমান্ডারদের মধ্যে বিরোধের বীজ বপনের চেষ্টা করে রাশিয়াকে ধ্বংস করছে।

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর নিপ্রোর কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট বিস্ফোরণে একটি দোতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

আহত শিশুদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং মোট ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে বাসিন্দাদের বের করে আনছে বলে জানিয়েছেন লিসাক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রামে লিখেছেন, “রাশিয়া আবারও প্রমাণ করেছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র।“

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো ভেঙে পড়া একটি ভবনে কাজ করছে।

তার রাতের ভিডিও ভাষণে জেলেন্সকি, রাশিয়ান আক্রমণকারীদের বিরুদ্ধে ইউক্রেনীয় প্রতিরোধকে যারা সম্ভব এবং কার্যকর করে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানোর গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

ইউক্রেনের প্রায় এক চতুর্থাংশ বোমা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। এগুলো বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অনুপযুক্ত অবস্থায় পাওয়া গেছে বলে কর্মকর্তারা শনিবার বলেছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তারা যে ৪,৮০০ টিরও বেশি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছে তার মধ্যে ২৫২ টি তালাবদ্ধ ছিল এবং আরও ৮৯৩ টি "ব্যবহারের অনুপযুক্ত" ছিল। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেছেন, ইউক্রেনে বিমান হামলার সময় অনুপযুক্ত আশ্রয়ের কারণে বেসামরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

এই রিপোর্টের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া।

XS
SM
MD
LG