অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান এবং ভেনিজুয়েলার ‘অভিন্ন শত্রু’ রয়েছে, বললেন ইরানের প্রেসিডেন্ট


ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে “অর্ডেন লিবার্তাদোরস ই লিবার্তোদোরাস ডি ভেনিজুয়েলা” উপহার দিচ্ছেন। ১২ জুন, ২০২৩।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে “অর্ডেন লিবার্তাদোরস ই লিবার্তোদোরাস ডি ভেনিজুয়েলা” উপহার দিচ্ছেন। ১২ জুন, ২০২৩।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার ভেনিজুয়েলা সফরকালে বলেছেন, দুই দেশের “অভিন্ন স্বার্থ এবং অভিন্ন শত্রু রয়েছে।”

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে সাক্ষাৎকালে রাইসি বলেন, ইরান এবং ভেনিজুয়েলা পরস্পরের বাণিজ্য প্রতি বছর প্রায় ৩০০ কোটি ডলার থেকে ৩০০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।

উভয় দেশের ওপরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

সোমবার উভয় পক্ষ পেট্রোকেমিক্যাল এবং খনির ক্ষেত্র সহযোগিতা সম্প্রসারণসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

রাইসি লাতিন আমেরিকার মিত্র দেশগুলোতে সফরে রয়েছেন। তিনি কিউবা এবং নিকারাগুয়ায়ও সফর করবেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG