অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রিভি রিহ শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলা


ক্রিভি রিহ শহরের একটি ৫ তলা আবাসিক ভবন রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলে দমকলবাহিনীর সদস্য আগুন নেভানোর চেষ্টা চালান। (১৩ জুন, ২০২৩)
ক্রিভি রিহ শহরের একটি ৫ তলা আবাসিক ভবন রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলে দমকলবাহিনীর সদস্য আগুন নেভানোর চেষ্টা চালান। (১৩ জুন, ২০২৩)

ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, ইউক্রেনের মধ্যাঞ্চলে ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

নিপ্রোপেত্রোভস্ক প্রদেশের গভর্নর সেরহি লিসাক জানান, রাশিয়া এই হামলায় একটি ৫ তলা আবাসিক ভবন ধ্বংস হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন।

ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির জন্মস্থান। তিনি টেলিগ্রামে পোস্ট করেন, “রুশ হত্যাকারীরা আবাসিক ভবন, সাধারণ শহর ও জনগণের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রেখেছে।”

“সন্ত্রাসীদের কখনো ক্ষমা করা হবে না, এবং তাদের নিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য জবাবদিহি নিশ্চিত করা হবে”, আরো জানান জেলেন্সকি।

ক্রিভি রিহ শহরের হামলাটি রাশিয়ার একটি বড় আকারের আকাশপথে হামলার অংশ। এ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভও আক্রান্ত হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার নিক্ষেপ করা ১৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি এবং রুশ বাহিনীর ব্যবহৃত ৪টি ইরানে নির্মিত ড্রোন ভূপাতিত করতে পেরেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার জানায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের যুদ্ধের সময় তাদের বাহিনী একাধিক জার্মানিতে নির্মিত লেপার্ড ট্যাংক ও যুক্তরাষ্ট্রে নির্মিত ব্র্যাডলি ফাইটিং ভেহিকল আটক করেছে। রাশিয়া এই যুদ্ধাস্ত্রগুলোকে “আমাদের পুরষ্কার” হিসেবে অভিহিত করে। তারা জানায়, এগুলো ঝাপোরিঝঝিয়া অঞ্চলে আটক করা হয়েছে এবং সেখান থেকে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়েছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG