অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে


নাইজেরিয়ার মানচিত্র
নাইজেরিয়ার মানচিত্র

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নাইজার নদীতে সোমবার রাতে একটি নৌকাডুবির ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে।

পুলিশের মুখপাত্র ওকাসানমি আজয়ি মঙ্গলবার গভীর রাতে সংবাদদাতাদের বলেন, ভোরের আগে আগে নৌযানটি পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোয়ারায় যাচ্ছিল। তিনি বলেন, যাত্রীদের অনেকেই নিকটবর্তী নাইজার রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। অজয়ি বলেন, দুর্ঘটনায় অন্তত ১০৩ জন নিহত হয়েছেন এবং ১০০ বা তার বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

অনুসন্ধানকারীরা এখনো আরও ক্ষতিগ্রস্তদের সন্ধান করছেন, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।

কোয়ারা রাজ্যের গভর্নর আবদুল রহমান আবদুল রাজাক নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন।

অতিরিক্ত ভীড়, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং শিথিল সুরক্ষা বিধির সংমিশ্রণের কারণে নাইজেরিয়ার নদীতে নৌকা দুর্ঘটনা সাধারণ ঘটনা। মে মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সোকোটোর মধ্য দিয়ে যাওয়ার সময় একটি নৌকাডুবিতে অন্তত ১৫ জন শিশু মারা যায়।

৪ হাজার ১৮৪ কিলোমিটার দীর্ঘ নাইজারের উত্পত্তি পশ্চিম আফ্রিকার প্রধান নদী গিনি থেকে এবং আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হওয়ার আগে নাইজার বদ্বীপাঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG