অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের জন্য আরও সামরিক সাহায্য নিয়ে নেটোর বৈঠক


একজন ইউক্রেনীয় সার্ভিসম্যান খেরসনে একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছে, যা রুশ বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৫ জুন, ২০২৩।
একজন ইউক্রেনীয় সার্ভিসম্যান খেরসনে একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছে, যা রুশ বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৫ জুন, ২০২৩।

  • লন্ডনে আগামী সপ্তাহে ইউক্রেন পুনরুদ্ধার সম্মেলনের আগে এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, তার দেশ “সবকিছু পুনর্নির্মাণ করবে, সবকিছু পুনরুদ্ধার করবে।”
  • আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি নিরাপত্তার কারণে বুধবার ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি পরিকল্পিত সফর স্থগিত করেছেন।

বৃহস্পতিবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনের যুদ্ধ ইউক্রেনের পাশে দাঁড়ানোর এবং সমর্থন চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা প্রদর্শন করে।

স্টলটেনবার্গ নেটো সদর দপ্তরে পৌঁছানোর সময় সাংবাদিকদেরকে বলেছিলেন, দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করার পরে প্রচণ্ড লড়াইয়ে ইউক্রেন রুশ বাহিনীর কাছ থেকে কিছু দখলকৃত অঞ্চল মুক্ত করেছে।

স্টলটেনবার্গ বলেন, মিত্ররা যদি ইউক্রেনে স্থায়ী শান্তি চায়, তাদেরকে ইউক্রেনের বাহিনীকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে হবে।

নেটো প্রতিরক্ষা প্রধানদের বৈঠকের আগে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউক্রেন কন্টাক্ট গ্রুপ বৃহস্পতিবার ব্রাসেলসে তার সর্বসাম্প্রতিক অধিবেশনের আয়োজন করে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৈঠকের শুরুতে বলেন, ইউক্রেনের লড়াই “একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়।”

তিনি ইউক্রেনের বাহিনীকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন যা রুশ বিমান হামলা থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদেরকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ।

নরওয়ে এবং ডেনমার্ক ইউক্রেনকে হাজার হাজার আর্টিলারি রাউন্ড সরবরাহ করার জন্য যৌথ একটি প্রচেষ্টা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি রাশিয়ার ২০টি বিস্ফোরক ড্রোনকে বাধাগ্রস্ত করেছে।

রুশ কর্মকর্তারা বলেন, তাদের পক্ষ রুশ নিয়ন্ত্রিত ক্রাইমিয়ায় ইউক্রেনের নয়টি ড্রোন ভূপাতিত করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG