অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী চুক্তি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র


মাটির তলায় ইরাএনর নতুন পরমাণু কেন্দ্র
মাটির তলায় ইরাএনর নতুন পরমাণু কেন্দ্র

বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের সাথে একটি অন্তর্বর্তী পারমাণবিক চুক্তির প্রতিবেদন “মিথ্যা এবং বিভ্রান্তিকর।”

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং ইরানের পরমাণু পরিশোধন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

যুক্তরাষ্ট্র ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি থেকে প্রত্যাহার করার পর থেকে ইরান পরিশোধিত ইউরেনিয়ামের মান উচ্চ হারে বৃদ্ধি করেছে এবং তাদের পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে। ২০১৫ সালের চুক্তিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা হয়েছিল।

ইরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে এবং তারা পারমাণবিক অস্ত্র চাওয়ার কথা অস্বীকার করেছে।

মিলার বলেন, “আমরা ইরানের উচ্চাকাঙ্ক্ষা এবং ইরানের কার্যকলাপ সম্পর্কে নির্বোধ নই, তবে আমরা সবসময় বিশ্বাস করেছি, কূটনীতিই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য সর্বোত্তম পথ।” তিনি আরও বলেন, “তবে যুক্তরাষ্ট্রের জন্য সমস্ত বিকল্প খোলা আছে।”

গত বছর পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে পরোক্ষ আলোচনা ভেঙে যায়। যুক্তরাষ্ট্র বলেছে, বিষয়টি বর্তমানে অগ্রাধিকারে নেই।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG