অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার কুর্দিদের, বন্দি আইএস বিদেশী যোদ্ধাদের বিচারের জন্য নতুন প্রচেষ্টা


বাঘুজ, সিরিয়া
বাঘুজ, সিরিয়া

উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্ররা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের অভাব সত্ত্বেও যুদ্ধাপরাধের জন্য শত শত ইসলামিক স্টেটের বিদেশী যোদ্ধাদের বিচার করতে চায়।

কুর্দি-নেতৃত্বাধীন উত্তর এবং পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত প্রশাসন (এএএনইএস) বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা ২০১৯ সালের মার্চ মাসে সন্ত্রাসী গোষ্ঠীটির সিরিয়ার শেষ শক্ত ঘাঁটি বাঘুজের পতনের পর থেকে বেশিরভাগ অস্থায়ী কারাগারে বন্দি প্রায় ২০০ আইএস বিদেশী যোদ্ধাদের বিচারিক কার্যক্রম শুরু করবে।

এএএনইএস আটক যোদ্ধাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করেছে- এমন ঘটনা এটিই প্রথম নয়। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের একাধিক ব্যর্থ প্রচেষ্টা হয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্র এবং আইএসকে পরাজিত করার জন্য গঠিত আন্তর্জাতিক জোটের অন্যান্য সদস্যরা এই ধরনের পদক্ষেপকে সমর্থন করতে নারাজ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০১৬ সাল থেকে ১৫ জন প্রাপ্তবয়স্ক এবং ২৪ জন শিশুসহ সিরিয়া এবং ইরাক থেকে কমপক্ষে ৩৯ জন নাগরিককে প্রত্যাবাসন করেছে।

প্রাপ্তবয়স্কদের মধ্যে কমপক্ষে ১১ জনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে বলেন, কিছু প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি কারণ যখন তাদের পরিবার তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেয়ার জন্য নিয়ে আসে তখন তারা নাবালক ছিল।

২০১৯ সাল থেকে শুরু করে এএএনইএস সিরিয়া থেকে আটক হাজার হাজার আইএস যোদ্ধার বিচার শুরু করেছে।

জিয়া বলেন, তাদের বেশিরভাগের বিচার হয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে। এসডিএফ পরিচালিত কারাগারে তারা সাজা ভোগ করছে। যারা মুক্তি পাওয়ার তারা মুক্তি পেয়েছে।

তিনি বলেন, এখনও কিছু বিচার চলছে।

XS
SM
MD
LG