অ্যাকসেসিবিলিটি লিংক

রাতভর ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে : রাশিয়া


বেরদিয়ানস্ক-এ বিস্ফোরণের দৃশ্য
বেরদিয়ানস্ক-এ বিস্ফোরণের দৃশ্য

রাশিয়া শনিবার জানিয়েছে, তারা দক্ষিণের সীমান্তবর্তী প্রদেশ ব্রিয়ানস্কের একটি তেল পরিশোধনাগারের ওপর রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে।

ব্রিয়ানস্ক প্রদেশের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, “রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর নোভোজিবকভ অঞ্চলে অবস্থিত ‘দ্রুঝবা’ তেল পরিশোধনাগারের ওপর ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর হামলা প্রতিহত করেছে”। তিনি আরো জানান, এ সময় ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইউক্রেন-রাশিয়া সংঘাত অবসানের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধি দল শনিবার, সেন্ট পিটার্সবার্গে দেখা করবেন।

প্রতিনিধি দলটি শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-এর সঙ্গে দেখা করেছে।

এদিকে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন পুতিন। তিনি বলেছেন, ইতোমধ্যে সেখানে অস্ত্র পৌঁছে গেছে। এর মধ্য দিয়ে পুতিন পশ্চিমা বিশ্বকে মনে করিয়ে দেন, তারা এখনো রাশিয়াকে কৌশলগত দিক দিয়ে পরাজিত করতে পারেনি।

হোয়াইট হাউজ পুতিনের মন্তব্যের প্রতি নিন্দা জানিয়েছে এবং বলেছে, যুক্তরাষ্ট্র পুতিনের এ ধরনের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের জবাবে পারমাণবিক বিষয়ে অবস্থানে কোন পরিবর্তন করেনি।

যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য বাড়তি ২০ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। এই সহায়তার আওতায়, ইউক্রেনের জন্য খাদ্য, নিরাপদ পানি, সহজলভ্য আশ্রয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ প্রদান করা হবে।

নতুন এই ত্রাণ প্যাকেজের মধ্য দিয়ে, ২০২৩ অর্থবছরে, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের মোট মানবিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৫০ লাখ ডলার। ২০২২ এর ফেব্রুয়ারি থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে ২১০ কোটি ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG