অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড় বিপর্যয়-এ পর্যুদস্ত ভারতের পশ্চিমাঞ্চল


ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের কুচ জেলার জাখাউতে ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ার পর বন্যার জলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি; ১৭ জুন ২০২৩।
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের কুচ জেলার জাখাউতে ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ার পর বন্যার জলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি; ১৭ জুন ২০২৩।

এ সপ্তাহে ভারতের পশ্চিম উপকূলরেখা বরাবর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে; গাছপালা ও বৈদ্যুতিক পিলার উপড়ে গেছে এবং দূরে উড়ে গেছে বেশকিছু জাহাজের কন্টেইনার।

বাংলা শব্দ বিপর্যয়-এর অর্থ হলো দুর্যোগ। আর এই ঘূর্ণিঝড় ভারতের গুজরাত রাজ্যে তাই ঘটিয়েছে।

ঘুর্ণিঝড় বিপর্যয়-এর ক্ষয়ক্ষতির পর বাড়ি ফিরেছেন বৃজ চৌহান নামের এক বাসিন্দা। তিনি রয়টার্সকে জানান,”সবকিছু উড়িয়ে নিয়ে গিয়েছে।”

ঘূর্ণিঝড় স্থলে আছড়ে পড়ার আগে, প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়। আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছিলো যে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

বাড়ি, শস্য, সড়ক ও টেলি-যোগাযোগের মারাত্মক ক্ষতির আশঙ্কা করে, জনগণকে সতর্ক করেছিলো ভারতের আবহাওয়া দপ্তর।

গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেষ প্যাটেল রয়টার্সকে বলেন “যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। মানুষ যাতে কয়েক ঘন্টার মধ্যে সব রকম সুবিধা, যেমন পানীয় জল, বিদ্যুৎ ও ওষুধ পেতে পারেন, সে জন্য রাজ্য প্রশাসন কাজ করছে।”

XS
SM
MD
LG