অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে বেইজিং-এ ব্লিংকেনের সাক্ষাৎ


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের বেইজিং-এ গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে করমর্দন করছেন। ১৯ জুন, ২০২৩। (রয়টার্স/লিয়া মিলিস/পুল)
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের বেইজিং-এ গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে করমর্দন করছেন। ১৯ জুন, ২০২৩। (রয়টার্স/লিয়া মিলিস/পুল)

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিং-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে সফরের দ্বিতীয় এবং শেষ দিনে সাক্ষাৎ করেছেন।

গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিত অধিবেশনটি ব্লিংকেনের সফরের আগে জল্পনা-কল্পনার উৎস ছিল। এটি সম্পন্ন হওয়ার প্রায় এক ঘণ্টা আগে এর কথা প্রকাশ্যে নিশ্চিত করা হয়েছিল। এটি প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়েছিল।

সোমবার শুরুতে ব্লিংকেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সাথে তিন ঘণ্টার আলোচনার জন্য সাক্ষাৎ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রক এই সাক্ষাৎকে “অকপট এবং ফলপ্রসূ” হিসেবে অভিহিত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ওয়াং ব্লিংকেনকে বলেন, বৈঠকটি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সময়ে হচ্ছে এবং তাদের “মধ্যকার সম্পর্কের অধোগতি ঠেকানো” প্রয়োজন।

যেসব আমেরিকানকে চীন কর্তৃপক্ষ অন্যায়ভাবে আটক করেছে, তাদের সন্তানরা ব্লিংকেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের বাবাদের ব্যাপারে আলোচনা উত্থাপন করতে বলেছিল।

ওয়াশিংটন বলেছে, তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক তৎপরতা “একটি বৈশ্বিক উদ্বেগ।”

ব্লিংকেনকে দেয়া স্বাক্ষরিত এক চিঠিতে ৪২টি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ মানুষের বিরুদ্ধে দমন-পীড়নের উদ্ধৃতি দিয়ে চীনে সরকারকে তার মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধ রাখার আহ্বান জানিয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG