অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের নৌকাডুবিতে জড়িত সন্দেহে পাকিস্তানে ১২ জন গ্রেফতার


গ্রীক উপকূলে নৌকাডুবির পর নিখোঁজ রাজা সাজিদের বাবা রাজা ইউসাফকে সান্ত্বনা দিচ্ছেন পরিজনরা। পাকিস্তান-শাসিত কাশ্মীরের কোটলি জেলার বিন্দিয়ান গ্রামে। ১৮ জুন, ২০২৩।
গ্রীক উপকূলে নৌকাডুবির পর নিখোঁজ রাজা সাজিদের বাবা রাজা ইউসাফকে সান্ত্বনা দিচ্ছেন পরিজনরা। পাকিস্তান-শাসিত কাশ্মীরের কোটলি জেলার বিন্দিয়ান গ্রামে। ১৮ জুন, ২০২৩।

গ্রীসের সমুদ্র উপকূলের অদূরে গত সপ্তাহে অভিবাসী-ঠাসা একটি নৌকা উল্টে ডুবে যাওয়ার ঘটনার সঙ্গে জড়িত ১২ জন সন্দেহভাজন মানুষপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তান শুধুমাত্র নিশ্চিত করেছে যে, প্রায় ৭৫০ জন পুরুষ, নারী ও শিশুকে নিয়ে মাছ-ধরা ট্রলারটি লিবিয়া থেকে ইতালিতে রওনা হওয়ার পাঁচদিন পরে ভূমধ্যসাগরে উল্টে গিয়েছে এবং ১২ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন।

রবিবার পাকিস্তানের মিডিয়া বলেছে, এই দুর্ঘটনায় প্রায় ৩০০ জন পাকিস্তানি মারা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত পাকিস্তানিদের সম্মানে সোমবারকে জাতীয় শোকদিবস হিসেবে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

গ্রীসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রলার থেকে ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৭৮টি মৃতদেহ পাওয়া গিয়েছে।

ইউরোপে সুন্দর জীবনের খোঁজে হাজার হাজার তরুণ পাকিস্তানি মানুষ-পাচারকারীদের খপ্পরে পড়েন, তাদের অর্থ দেন ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দেওয়ার জন্য যা মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয় প্রায়শই।

XS
SM
MD
LG