অ্যাকসেসিবিলিটি লিংক

বিমান হামলায় ড্রোন ব্যবহার করছে রাশিয়া


৩৫ তম ব্রিগেডের একজন ইউক্রেনীয় মেরিন সেনা স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার দিয়ে ইউক্রেনের আভদিভকার উপকণ্ঠে রুশ অবস্থানের দিকে গুলি চালায়। (১৯ জুন , ২০২৩)।
৩৫ তম ব্রিগেডের একজন ইউক্রেনীয় মেরিন সেনা স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার দিয়ে ইউক্রেনের আভদিভকার উপকণ্ঠে রুশ অবস্থানের দিকে গুলি চালায়। (১৯ জুন , ২০২৩)।

  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, তিনি বিশ্বব্যাংকের প্রধানের সঙ্গে “ইউক্রেনের যুদ্ধোত্তর রূপান্তর” নিয়ে কথা বলেছেন।

  • ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা মেলিটোপোল ও বার্ডিয়ানস্ক এলাকায় “আক্রমণাত্মক কর্মকাণ্ড” চালাচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহর লক্ষ্য করে বিমান হামলায় রাশিয়া যে ৩৫টি ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে তার মধ্যে ৩২টি ভূপাতিত করেছে ইউক্রেনের বাহিনী।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সবচেয়ে বড় ফোকাস ছিল কিয়েভ অঞ্চল।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামকে বলেন, ড্রোনগুলো বেশ কয়েক দফায় আসে। কিয়েভে বিমান সতর্কতা তিন ঘণ্টা স্থায়ী হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পশ্চিম ইউক্রেনের লভিভ এলাকায় আঞ্চলিক গভর্নর মাকসিম কোজিটস্কি বলেছেন, রাশিয়া একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনা আঘাত করতে ড্রোন ব্যবহার করেছে।

জাপোরিঝিয়ার কর্মকর্তারা টেলিযোগাযোগ অবকাঠামো এবং কৃষি ক্ষেত্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন।

ইউক্রেন তার অর্থনীতি মেরামতের জন্য "গ্রিন মার্শাল প্ল্যান" এর প্রথম পর্যায়ের জন্য ৪০ বিলিয়ন ডলার তহবিল চেয়েছে। বুধবার থেকে লন্ডনে শুরু হওয়া দু'দিনের বৈঠকে রাজনীতিবিদ এবং বিনিয়োগকারীরা ইউক্রেনের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে আলোচনা করবেন, যার মধ্যে কয়লা-মুক্ত লোহা এবং ইস্পাত শিল্পের বিকাশ অন্তর্ভুক্ত রয়েছে।

এপি, এএফপি এবং রয়টার্স থেকে এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এসেছে।

XS
SM
MD
LG