অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের সাথে মোদির আসন্ন আলোচনা এবং রাষ্ট্রীয় নৈশভোজ


একটি ব্যক্তিগত ডিনারের জন্য হোয়াইট হাউসে পৌঁছানোর পর প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলছেন। ২১ জুন, ২০২৩।
একটি ব্যক্তিগত ডিনারের জন্য হোয়াইট হাউসে পৌঁছানোর পর প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলছেন। ২১ জুন, ২০২৩।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে হোয়াইট হাউস বলেছে, “এই সফরটি একটি মুক্ত, উন্মুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি আমাদের দুই দেশের অংশীদারিত্বকে শক্তিশালী করবে এবং প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি এবং মহাকাশসহ প্রযুক্তি অংশীদারিত্বকে উন্নত করার জন্য আমাদের যৌথ সংকল্পকে শক্তিশালী করবে।”

মোদি এবং বাইডেন বৃহস্পতিবার একটি যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে মোদির।

বৃহস্পতিবারের আনুষ্ঠানিকতা হোয়াইট হাউসে একটি রাষ্ট্রীয় নৈশভোজের সাথে সমাপ্ত হবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG