অ্যাকসেসিবিলিটি লিংক

সুদানের আরএফএস নেতার ঈদের যুদ্ধবিরতি ঘোষণা,নিজ বাহিনীর তদন্তের প্রতিশ্রুতি


জেনারেল মোহাম্মদ হামদান দাগালো সুদানের খার্তুমে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ১৯ ফেব্রুয়ারি, ২০২৩। ফাইল ছবি।
জেনারেল মোহাম্মদ হামদান দাগালো সুদানের খার্তুমে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ১৯ ফেব্রুয়ারি, ২০২৩। ফাইল ছবি।

ঈদ উল আযহায় মুসলিমদের ছুটির জন্য আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের নেতা বুধবার থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। মোহাম্মদ হামদান দাগালো আরও বলেন, সুদানের সামরিক বাহিনীর সাথে বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত লঙ্ঘনের জন্য তার বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনবেন। কিন্তু অসংখ্য ব্যর্থ যুদ্ধবিরতির পর বিশ্লেষকরা সন্দিহান এবং অধিকার লঙ্ঘনের বিষয়ে দাগালোর রেকর্ডও ভালো নয়।

হেমেদতি নামে পরিচিত দাগালো বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ঈদ উল আজহার জন্য ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।

.ভয়েস অফ আমেরিকাকে দেয়া আল হাদাথ টিভি চ্যানেলের একটি অডিও ভাষণে হেমেদতি মুসলমানদের ঈদ উল আজহাকে সম্মান জানিয়ে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেন।

তিনি বলেন, তার বাহিনী তাদের অবস্থানে থাকবে এবং শুধুমাত্র আত্মরক্ষায় কাজ করবে।

হেমেদতি উল্লেখ করেছেন, একতরফা যুদ্ধবিরতি যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণের দুর্ভোগের অবসানে তার বাহিনীর প্রতিশ্রুতিকেই তুলে ধরেছে।

তবে আরএসএফ কমান্ডার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তার বাহিনী কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানার জন্য ভয়েস অফ আমেরিকা সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান এবং সেনাপ্রধান আবদেল-ফাত্তাহ বুরহানের কার্যালয়ের গণমাধ্যম এবং তথ্য প্রধান আল তাহির আবু হাজাহ-এর সাথে যোগাযোগ করেছে, কিন্তু হাজার-এর কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাতিসংঘ বলেছে, ১৫ এপ্রিল সর্বসাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ২৫ লাখ মানুষ সুদানের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে বা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

XS
SM
MD
LG